
হালিশহর: কয়েকদিন আগের ঘটনা। পূর্ব মেদিনীপুরের এক পরিযায়ী শ্রমিকের পরিবার দাবি জানিয়েছিল ডায়মন্ড-হারবারের মতোই যাতে এই সেবাশ্রয় প্রকল্প চালু হয় গোটা রাজ্যে। তবে গোটা রাজ্যে চালু না হলেও, এবার ‘সেবাশ্রয়’ মডেল চালু হল হালিশহরে। খুশি এলাকাবাসী। তবে বিজেপি নেতা অর্জুন সিংয়ের দাবি,কালো টাকা সাদা করতেই এবং তোলা টাকা তুলতেই এই সেবাশ্রয় চালু করছেন পার্থ ভৌমিকরা।
লোকসভা ভোটের আগে ডায়মন্ড হারবারে চালু হয়েছিল সেবাশ্রয়। সেখানেই তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শুরু হয় সাধারণ মানুষের জন্য সেবাশ্রয় ক্যাম্প। যেখানে দুস্থ মানুষরা আসেন চিকিৎসা করাতে। সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসা পরিষেবা পান তাঁরা। অভিষেকের এই সেবাশ্রয় অল্প দিনেই মানুষের মধ্যে সাড়া ফেলে। এবার সেই সেবাশ্রয় এবার ব্যারাকপুর শিল্পাঞ্চলের হালিশহরে হতে চলেছে। তবে সেটা হবে দুদিনের জন্য। আগামী ৫ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে শুরু হয়ে ৬ জানুয়ারি অবধি এই সেবাশ্রয় ক্যাম্প চলবে।
হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত। এই ক্যাম্প ব্যারাকপুর শিল্পাঞ্চলের হালিশহর থেকে সূত্রপাত। এলাকার বহু মানুষ আছেন যাঁরা এই ক্যাম্প থেকে সাহায্য পাবেন। হাতে সময় অত্যন্ত কম। তাই মাপ ঝোপের কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন তাঁরা।” এর পাশাপাশি তিনি ব্যারাকপুর শিল্পাঞ্চলের সাংসদ পার্থ ভৌমিককে ধন্যবাদ দেন।
পার্থ ভৌমিক বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আমরা ৫ জানুয়ারি পালন করি। ওই দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে আমরা ব্যারাকপুরে সেবাশ্রয় চালু করব। হালিশহর থেকে শুরু। ব্যারাকপুর বিধানসভার সব জায়গায় হবে এই সেবাশ্রয়।” পার্থ ভৌমিক বলেন, “অভিষেক মডেল আগেই দেখা হয়ে গেছে। একটা লোকের ১৯টা বাচ্চা, মরা লোকের নাম আছে ওইখানে। একটা লোকের দুটো বাবা। কালো টাকা সাদা করতেই এই মডেল।”