Bongaon: সোশ্য়াল মিডিয়ায় পরিচয়, ডিভোর্সি তরুণীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে শ্রীঘরে যুবক

Bongaon: যুবকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে ইতিমধ্যেই বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন ওই তরুণী। একইসঙ্গে ব্ল্যাকমেইলিংয়ের কথাও বলা হয়েছে। অভিযোগ পেতেই মাঠে নামে পুলিশ।

Bongaon: সোশ্য়াল মিডিয়ায় পরিচয়, ডিভোর্সি তরুণীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে শ্রীঘরে যুবক
পুলিশের দ্বারস্থ নির্যাতিতা Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

May 31, 2025 | 2:20 PM

বনগাঁ: সোশ্যাল মিডিয়ায় পরিচয়। সেখান থেকে ঘনিষ্ঠতা, ধীরে ধীরে সম্পর্ক বাঁক নেয় প্রেমের দিকে। এরইমধ্যে শারীরিক সম্পর্কও হয়। উঠে আসে বিয়ের প্রসঙ্গ। প্রেমিকাকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল প্রেমিক। মোবাইলে তুলে রেখেছিল ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। কিন্তু, কে জানতো সেটাই কাল হবে তরুণীর জন্য। পরবর্তীতে সেই ছবি দেখিয়েই ব্ল্যাকমেইলের অভিযোগ। ধাপে ধাপে নেওয়া হয় তিন লক্ষ টাকা। শেষে সর্বস্ব খুইয়ে পুলিশের দ্বারস্থ তরুণী। 

উত্তর ২৪ পরগনার বনগাঁ থানা এলাকায় বাড়ি ওই তরুণীর। আগে তাঁর বিয়ে হয়েছিল বলে জানা যাচ্ছে। পরবর্তীতে তাঁর ডিভোর্স হয়ে যায়। সূত্রের খবর, ডিভোর্সের পরেই মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা এক যুবকের সঙ্গে তাঁর সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয়। সেখান থেকেই প্রেম, শারীরিক সম্পর্ক। কিন্তু, তাঁর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে যে ওই যুবক যে এই কাণ্ড করবেন তা ভাবতে পারেননি ওই তরুণী।  

যুবকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে ইতিমধ্যেই বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন ওই তরুণী। একইসঙ্গে ব্ল্যাকমেইলিংয়ের কথাও বলা হয়েছে। অভিযোগ পেতেই মাঠে নামে পুলিশ। এদিন ভোর রাতে কান্দি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। এদিনই তাঁকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হচ্ছে।