Panihati: পানিহাটি উৎসবে মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানির অভিযোগ! FIR-এর পরেও অধরা অভিযুক্তরা

Ananta Chattopadhyay | Edited By: Soumya Saha

Dec 28, 2023 | 11:52 PM

Allegation of Outraging Modesty: গত ২৩ ডিসেম্বর পানিহাটি উৎসবে ডিউটিতে গিয়েছিলেন তিনি। ঘড়িতে তখন রাত আনুমানিক দশটা থেকে সাড়ে দশটা। অভিযোগ, সেই সময় একদল মদ্যপ যুবক র‌্যাফের মহিলা কর্মীর সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করে। ওই মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানিও করা হয়েছে বলে অভিযোগ।

Panihati: পানিহাটি উৎসবে মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানির অভিযোগ! FIR-এর পরেও অধরা অভিযুক্তরা
প্রতীকী ছবি
Image Credit source: TV9 Bangla

Follow Us

পানিহাটি: পানিহাটি মেলায় ডিউটিতে গিয়েছিলেন। গায়ে উর্দি। তারপরও মদ্যপ যুবকদের অত্যাচারের হাত থেকে নিস্তার পেলেন না রাজ্যের এক মহিলা পুলিশকর্মী। তিনি বর্তমানে রাজ্য পুলিশের র‌্যাফে কর্মরত রয়েছেন। গত ২৩ ডিসেম্বর পানিহাটি উৎসবে ডিউটিতে গিয়েছিলেন তিনি। ঘড়িতে তখন রাত আনুমানিক দশটা থেকে সাড়ে দশটা। অভিযোগ, সেই সময় একদল মদ্যপ যুবক র‌্যাফের মহিলা কর্মীর সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করে। ওই মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানিও করা হয়েছে বলে অভিযোগ। সেই নিয়ে ইতিমধ্যেই খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এফআইআরও করা হয়েছে।

ঘটনাটি ঘটেছিল ২৩ ডিসেম্বর, বুধবার রাতে। সেদিনই থানায় অভিযোগ জানান ওই মহিলা পুলিশকর্মী। ঘটনার পর থেকে  প্রায় পাঁচ ‘দিন অতিক্রান্ত। কিন্তু এখনও পর্যন্ত সেই রাতের ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযোগপত্রে মহিলা পুলিশকর্মী কাউকে চিনতে না পারার কারণে, কারও নাম উল্লেখ করেননি। এফআইআর-ও দায়ের করা হয়েছে অজ্ঞাতপরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ধারায় শ্লীলতাহানির অভিযোগ থেকে শুরু করে সরকারি কর্মীকে কাজে বাধা, কর্তব্যরত সরকারি কর্মীর উপর চড়াও হওয়া-সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে খড়দহ থানার পুলিশ। কিন্তু ঘটনায় এখনও কেউ গ্রেফতার না হওয়ায় বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন ওই মহিলা পুলিশকর্মী।

পুলিশের কাছে জমা করা অভিযোগপত্রে মহিলা লিখেছেন, তাঁকে সেখানে গালিগালাজ করা হয়েছিল। এমনকী ধাক্কাধাক্কির সময় অভব্য আচরণও করা হয়েছিল ও হুমকিও দেওয়া বলে অভিযোগ তাঁর। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল, যে সেখানে কর্তব্যরত অন্যান্য পুলিশ অফিসাররা তাঁকে সেখান থেকে উদ্ধার করছিলেন। এরপরই খড়দহ থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান তিনি।

Next Article