TMC: চা দোকানে বসেছিলেন, আচমকা তৃণমূল নেতার উপর ঝাঁপিয়ে পড়ল একদল যুবক
Basirhat: তারিকুল নিজেই জানিয়েছেন, তৃণমূলের কেউ তাঁর গায়ে হাত তুলেছে এটা তিনি বিশ্বাস করেন না। তবে রোজ যেখানে তিনি বসেন, সেই চায়ের দোকানে হামলা হতে পারে এটাও ভাবতে পারছেন না। ১০-১২ জন তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। প্রাণহানি হতে পারত বলেও জানিয়েছেন ওই তৃণমূল নেতা। আপাতত কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

বসিরহাট: তৃণমূলের অঞ্চল সভাপতির উপর দুষ্কৃতী হামলার অভিযোগ উঠল। রাতের অন্ধকারে তাঁর বুকে, পেটে লাথি মারার অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। বসিরহাটের হাড়োয়া থানার শালিপুর গ্রামপঞ্চায়েতের শালিপুর বাজারের ঘটনা। শালিপুর অঞ্চল তৃণমূলের সভাপতি তারিকুল ইসলাম। অভিযোগ, শনিবার সন্ধ্যায় তিনি দলেরই কয়েকজন ছেলের সঙ্গে বসে চা খাচ্ছিলেন।
অভিযোগ, আচমকাই সেই চায়ের দোকানে চড়াও হয় একদল দুষ্কৃতী। তারিকুলকে দোকান থেকে বের করে বেধড়ক মারধর শুরু করে বলে অভিযোগ। রাস্তায় ফেলে বুকে, পেটে এলোপাথাড়ি লাথি মারতে শুরু করে।
এরপর তাঁকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। কী কারণে এই হামলা, নেপথ্যে কারা হাড়োয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এই ঘটনায় ইতিমধ্যেই শাসকদলের গোষ্ঠীকোন্দলের তত্ত্ব তুলে ধরছেন কেউ কেউ।
যদিও তারিকুল নিজেই জানিয়েছেন, তৃণমূলের কেউ তাঁর গায়ে হাত তুলেছে এটা তিনি বিশ্বাস করেন না। তবে রোজ যেখানে তিনি বসেন, সেই চায়ের দোকানে হামলা হতে পারে এটাও ভাবতে পারছেন না। ১০-১২ জন তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে বলে অভিযোগ। প্রাণহানি হতে পারত বলেও জানিয়েছেন ওই তৃণমূল নেতা। আপাতত কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।





