Cyber Crime: বিয়ে লুকিয়ে বিয়ের প্রস্তাব, রাজি না হওয়ায় ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করে যুবতীকে লাগাতার ব্ল্যাকমেলের অভিযোগ

Saumav Mondal | Edited By: জয়দীপ দাস

Jul 29, 2023 | 12:46 PM

Cyber Crime: হিঙ্গলগঞ্জের যুবতীর অশ্লীল ছবি ভাইরাল করে ব্ল্যাকমেল করার অভিযোগ যুবকের বিরুদ্ধে, সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের। তদন্ত শুরু করেছে পুলিশ।

Cyber Crime: বিয়ে লুকিয়ে বিয়ের প্রস্তাব, রাজি না হওয়ায় ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করে যুবতীকে লাগাতার ব্ল্যাকমেলের অভিযোগ
থানায় অভিযোগ দায়ের
Image Credit source: TV-9 Bangla

Follow Us

হিঙ্গলগঞ্জ: ওষুধের দোকানে কাজের সুবাদে পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব, প্রণয়। কিন্তু, সেই ঘনিষ্ঠতা যে কাল হবে তা কে জানতো! শেষে প্রেমিকের বিরুদ্ধে ব্ল্য়াকমেলের অভিযোগ তুলে থানার দ্বারস্থ বছর ছাব্বিশের যুবতী। অভিযোগ, তাঁর অশ্লীল ছবি পোস্ট করা হচ্ছে ফেসবুক (Facebook) থেকে। পোস্ট করা হচ্ছে তাঁদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। তাতেই তীব্র মানসিক অবসাদে ভুগছেন তিনি। সূত্রের খবর, বসিরহাটের (Basirhat) হিঙ্গলগঞ্জ থানা এলাকায় একটি ওষুধের দোকানে অভিযুক্ত যুবকের সঙ্গে দীর্ঘদিন থেকে কাজ করতেন ওই যুবতী। কাজের সূত্রে দু’জনের পরিচয়। সেখান থেকে ভাললাগা। এদিকে সম্পর্ক কিছু দূর গড়ানোর পর ওই যুবতী জানতে পারেন যুবকের আগেই বিয়ে হয়ে গিয়েছে। স্ত্রী-সন্তান নিয়ে রয়েছে ভরা সংসার। 

এ কথা জানা মাত্রই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন তিনি। দূরত্ব তৈরি করেন যুবকের সঙ্গে। কিন্তু, শেষ রক্ষা হয়নি। ততদিনে যুবতীর ফেসবুক অ্যাকাউন্টের আইডি ও পাসওয়ার্ড হাতিয়ে নিয়েছে যুবক। সেখান থেকেই তাঁদের বিভিন্ন ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করে ব্ল্য়কমেইল করতে থাকে বলে অভিযোগ। নানাভাবে ভয় দেখানো হয়। এমমকী যুবতীর সহকর্মীদেরও সেই সমস্ত ছবি পাঠানো হয় বলে খবর। অভিযোগ, একদিন দু’দিন নয়, গত দেড় বছর ধরে এই কাজ করে আসছে অভিযুক্ত যুবক। 

শুরুতে কথা বলে সবটা ঠিক করার চেষ্টা করলেও কাজের কাজ খুব একটা হয়নি। দিনের পর দিন একই কায়দায় যুবতীকে মানসিক ও সামাজিকভাবে কোণঠাসা করার চেষ্টা করে ওই যুবক। তাতেই বর্তমানে মারাত্মক হতাশায় ভুগতে শুরু করেছেন ওই যুবতী। শেষে কোনও উপায় না পেয়ে বসিরহাট সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হয়েছেন তাঁরা। অভিযুক্তের কঠিনতম শাস্তির দাবি করেছেন যুবতীর মা। শাস্তি চাইছেন যুবতীও। ঘটনা প্রসঙ্গে তিনি বলছেন, “কাজের সূত্রেই ওর সঙ্গে আমার পরিচয় হয়। কিছুদিন পর আমাকে বিয়ের প্রস্তাবও দেয়। কিন্তু, তারপরই জানতে পারি ওর বাড়িতে বউ ও বাচ্চা রয়েছে। তখন থেকেই আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। আমি পুলিশকে সবটা জানিয়েছি। আমি ওর কঠিন শাস্তি চাইছি।”

Next Article