Habra: মমতার ছবিতে কালি, অভিষেকের ছবি ফুটো করার অভিযোগ, থানায় গেল তৃণমূল

North 24 Pargana:ঘটনায় সোমবার সকালে চাঞ্চল্য ছড়ালো হাবড়া দেশবন্ধু পার্ক এলাকায়। প্রতিটি জায়গাতেই এসআইআর সহায়তা ক্যাম্প বসিয়েছে তৃণমূল। তবে হাবড়াতে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি লাগানো। এই নিয়ে হাবড়া থানায় তৃণমূলের তরফে অভিযোগ জানানো হয়েছে।

Habra: মমতার ছবিতে কালি, অভিষেকের ছবি ফুটো করার অভিযোগ, থানায় গেল তৃণমূল
হাবড়ায় বড় ঘটনাImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 02, 2025 | 9:46 AM

হাবড়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি নষ্ট করার অভিযোগ। মমতার ছবিতে কালি আর অভিষেকের ছবিতে ‘বিজেপি’ লিখে দিয়ে একাধিক ফুটো করা হয়েছে। এই ঘটনায় সোমবার সকালে চাঞ্চল্য ছড়াল হাবড়া দেশবন্ধু পার্ক এলাকায়।

এখানে উল্লেখ্য, জনগণের সুবিধার্থে প্রতিটি জায়গাতেই এসআইআর সহায়তা ক্যাম্প বসিয়েছে তৃণমূল। বাদ যায়নি হাবড়াও। তবে সেখানেই দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি লাগানো। এই নিয়ে হাবড়া থানায় তৃণমূলের তরফে অভিযোগ জানানো হয়েছে। ঘটনার তদন্তে পুলিশ আসে এলাকায়, খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি। তৃণমূলের অভিযোগ, বিজেপির লোকজন এমন ঘটিয়েছে। যদিও বিজেপির তরফে সেই দাবিকে উড়িয়ে দিয়ে বলা হয়েছে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফলে হয়েছে। স্থানীয় এক বিজেপি নেতা বলেন, “বিজেপির সংস্কৃতি এটা নয়। তৃণমূলেরই লোকজন এসব করে এখন ভোটের আগে আমাদের ঘাড়ে দোষ চাপাতে চাইছে।” অপরদিকে জেলা তৃণমূলের এক মহিলা নেত্রী বলেন, “এই ঘৃণ্য কাজা যাঁরা করেছেন আমার মনেই হয় না তাঁদের মধ্যে মনুষত্ব আছে। যদি ভয় না পেত এই কাজ করতে পারত না। যে যে-কোনও দল করতে পারেন। কিন্তু উনি রাজ্যের মুখ্যমন্ত্রী। ওঁকে সম্মন দেওয়া উচিত।”

এখানে উল্লেখ্য, এই উত্তর ২৪ পরগনাতেই SIR আবহে একাধিক ভুয়ো ভোটারের নাম প্রকাশ্যে এসেছে। সম্প্রতি বসিরহাটের এক ব্যক্তি অভিযোগ করেন, তাঁর অজান্তেই এক বাংলাদেশি যুবক তাঁকে বাবা দেখিয়ে ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করিয়েছেন। পুলিশ ও ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনও কাজ হয়নি বলে তাঁর অভিযোগ। এই নিয়েও কম জলঘোলা হয়নি সেই জেলায়। অভিযোগকারী জিয়াদ বলেন, “আমি জানতাম না। আমার পরিবারের কাছ থেকে আমার ভোটার কার্ড, আধার কার্ড চেয়ে নিয়েছিল একটি ব্যাঙ্কে টাকা নেবে বলে।” তারপরই কার্ডগুলি ব্যবহার করে বাংলাদেশি যুবক কার্ড বানান বলে তাঁর অভিযোগ।