
টাকি: স্কুলের ল্যাবে অ্যামোনিয়া বিস্ফোরণ। জখম শিক্ষক-সহ ১০ ছাত্রী। সকলেই ভর্তি হাসপাতালে। মঙ্গলবার দুপুরে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে টাকির এক সরকারি হাইস্কুলে। স্কুল কর্তৃপক্ষের ধারণা, দীর্ঘদিন ধরে বন্ধ ছিল ল্য়াবরেটরি। রক্ষণাবেক্ষণও ঠিকভাবে হয়নি। আজ আচমকা ল্যাব খুলতেই ঘটে যায় বিস্ফোরণ। বিকট শব্দে কেঁপে ওঠে বসিরহাটের (Basirhat) টাকি পৌরসভার টাকি ষষ্ঠীবর লালমাধব উচ্চ বালিকা বিদ্যালয়। চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
সূত্রের খবর, এদিন দুপুরে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগে প্রাকটিক্যাল ক্লাস চলছিল। তখনই ছাত্রীদের নিয়ে ল্যাবে গিয়েছিলেন শিক্ষক অর্ণব গুহ দাস। ল্যাবরেটরির তালা খুলতেই দেখা যায় বিকট শব্দে ফেটে যায় অ্যামোনিয়ার জার। আহত হন ওই শিক্ষক সহ আরও ১০ ছাত্রী। আওয়াজ শুনে ছুটে আসেন স্কুলের অন্যান্য শিক্ষক, পড়ুয়ারা। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় টাকি গ্রামীণ হাসপাতালে। সেখানেই বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।
ঘটনা প্রসঙ্গে স্কুলের ছাত্রী স্বাগতা মণ্ডল বলছে, “আজ দুপুরে আমরা কেমিস্ট্রির প্রাকটিক্যাল ক্লাস চলছিল। তখনই আমরা ল্যাবে যাই। ল্যাব খুলতেই বিকট শব্দে অ্যামোনিয়ার জারটা ফেটে যায়। এদিকে জারটা আগে খোলা হয়নি। সিল করা অবস্থাতেই ল্যাবে পড়েছিল। স্যারের চোখে লেগেছে। আমাদের অনেকেও আহত হয়েছে। অনেকের চোখে লেগেছে, শ্বাসকষ্টও হয়।”