Gas Leak: শ্বাসকষ্ট হচ্ছে, জিভ চুলকোচ্ছে, সকাল থেকে ভয়ঙ্কর পরিস্থিতি নৈহাটিতে

Ananta Chattopadhyay | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 24, 2025 | 2:52 PM

Gas Leak: সোমবার সকাল থেকেই এই পরিস্থিতি। নৈহাটির রাজেন্দ্রপুরের এক বরফ কারখানায় বেশিমাত্রায় অ্যামোনিয়া গ্যাস লিক করায় অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই।

Gas Leak: শ্বাসকষ্ট হচ্ছে, জিভ চুলকোচ্ছে, সকাল থেকে ভয়ঙ্কর পরিস্থিতি নৈহাটিতে
নৈহাটির রাজেন্দ্রপুরের বাসিন্দারা
Image Credit source: TV9 Bangla

Follow Us

নৈহাটি: সাত সকালে বিপাকে নৈহাটির বাসিন্দারা। গ্যাস লিক হয়ে ভরে যাচ্ছে ধোঁয়ায়। বাড়িতে থাকাই দায় হয়ে পড়েছে। এমনই পরিস্থিতি নৈহাটির রাজেন্দ্রপুরে। অভিযোগ, এলাকার একটি কারখানা থেকে হু হু করে বেরচ্ছে অ্যামোনিয়া গ্য়াস। সেই গ্যাসেই অস্বস্তি বাড়ছে এলাকার বাসিন্দাদের। আতঙ্কিত এলাকার বাসিন্দারা। তাঁরা চাইছেন, এই বরফ কারখানা বন্ধ হোক।

সোমবার সকাল থেকেই এই পরিস্থিতি। নৈহাটির রাজেন্দ্রপুরের এক বরফ কারখানায় বেশিমাত্রায় অ্যামোনিয়া গ্যাস লিক করায় অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। এলাকার বাসিন্দারা আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েছেন। সকালেই ঘটনাস্থলে পৌঁছয় শিবদাসপুর থানার পুলিশ এবং দমকলবাহিনী। জল দিয়ে গ্য়াস কমানোর চেষ্টা হয়েছে।

তবে এলাকার বাসিন্দারা ক্ষোভে ফুঁসছেন। তাঁরা জানাচ্ছেন, কারও কারও শ্বাসকষ্ট হচ্ছে, কারও জিভ চুলকোচ্ছে এবং শরীরে অস্বস্তি শুরু হয়েছে। তাঁরা চান জনবহুল ওই জায়গায় এই কারখানা বন্ধ হোক। বাসিন্দাদের দাবি, পরিস্থিতি এমন যে তাদের নাওয়া-খাওয়া বন্ধ হয়ে গিয়েছে।

বরফকলের এক কর্মী জানান, যান্ত্রিক ত্রুটির কারণে গ্য়াস লিক করেছিল। সঙ্গে সঙ্গে দমকল ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। আপাতত আর গ্যাস লিক করছে না।