কলকাতা: বুধবারই বিস্ফোরক দাবি করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর বক্তব্য, বিজেপির দুই সাংসদ তৃণমূলে যোগ দিতে চাইছেন। কুণালের এই বক্তব্য নিয়ে জোর জল্পনা শুরু। তবে এই বিতর্কে কুণালকে একযোগে বিঁধলেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং ও বিজেপির বর্তমান সাংসদ সৌমিত্র খাঁ। অর্জুনের কথায়, “কুণাল ঘোষ একটা মিথ্যাবাদী লোক। কুণাল ঘোষ হল শকুনিমামা।”
বুধবার কুণাল ঘোষ বলেন, ২১ জুলাই দুই বিজেপি সাংসদ যোগ দিতে চান তৃণমূলে। কুণাল জানান, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেবেন। কুণালকে বলতে শোনা যায়, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বিজেপিতে থাকতে বলা হয়েছে তাঁদের।
এ নিয়ে অর্জুন সিং বলেন, “তৃণমূলের ব্যানার্জি পরিবারকে শেষ করার জন্য দায়িত্ব নিয়ে লড়াই করছেন কুণাল ঘোষ। ওনাকে সাড়ে ৩ বছর ব্যানার্জি পরিবার জেলে ঢুকিয়েছিল। উনি শপথ নিয়েছেন ব্যানার্জি পরিবারের সর্বনাশ করবে। ওর কথার কোনও গুরুত্বই নেই। শকুনি মামা নিজেই তো বিজেপির সঙ্গে হাত মেলানোর জন্য লাফালাফি করছেন। এসব কথা ছেড়ে দিন।”
কুণাল ঘোষকে ‘মহাভারতের মামা’ বলে খোঁচা দেন সৌমিত্র খাঁ-ও। সৌমিত্র খাঁ এক সময় তৃণমূলেই ছিলেন। পরে তাঁর বিজেপিতে যোগদান এবং একাধিক বার তাঁর দলবদলের জল্পনা ভেসে উঠেছে। যদিও সৌমিত্র স্পষ্ট বলেন, “সৌমিত্র খাঁ বিজেপি ছেড়ে তৃণমূলে যাবে, এমন কথা ওঠার কোনও কারণ নেই। এই ধরণের কথা অযৌক্তিক।”