AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Mahamichhil : দলবদলের পরেই ‘আন্দোলনে’ অর্জুন, মুখ্যমন্ত্রীর ডাকে করলেন ‘মহামিছিল’

TMC Mahamichhil : রাজ্য় জুড়ে

TMC Mahamichhil : দলবদলের পরেই 'আন্দোলনে' অর্জুন, মুখ্যমন্ত্রীর ডাকে করলেন 'মহামিছিল'
নিজস্ব ছবি
| Edited By: | Updated on: Jun 06, 2022 | 10:49 PM
Share

ব্যারাকপুর : বিজেপি ছাড়ার আগে থেকেই কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে গর্জে উঠতে দেখা গিয়েছিল ব্য়ারাকপুরের সাংসদ অর্জুন সিংকে। এবার কেন্দ্রের ১০০ দিনের কাজের টাকা না পাওয়ায় তৃণমূলের ‘বৃহত্তর’ আন্দোলনে নামলেন অর্জুন সিং। সোমবার তাঁর নেতৃত্বে জগদ্দলের সার্কাস মোড় থেকে ভাটপাড়া মোড় অবধি তৃণমূলের মহামিছিল বের হয়। অর্জুন সিং জানিয়েছেন, রাজ্য়ের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে এই মিছিল করা হয়েছে। এই মিছিলে তাঁর সঙ্গে ১০ হাজার জন মানুষ পা মিলিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এদিন রাজ্য়ের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের তরফে প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। এদিকে এই ইস্যুকে হাতিয়ার করে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে রাজ্য জুড়ে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস।

১০০ দিনের কাজে কেন্দ্রের তরফে আর দেওয়া হচ্ছে না টাকা। বকেয়া টাকার দাবিতে এদিন রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের অভিনব মিছিল দেখা গিয়েছে। এদিন ক্যানিংয়ের রাস্তায় ঝুড়ি, কোদাল, গ্যাস সিলিন্ডার হাতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও সাধারণ কর্মী সমর্থকদের। ক্যানিংয়ের অনুরূপ ছবি দেখা গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর এলাকায়। সোমবার বিকেলে এই মিছিলে কোদাল মাথায় নিয়ে পা মেলায় এলাকার মানুষেরা। এদিন সকাল সকাল একই ছবি দেখা গিয়েছে খড়গপুরের দু’নম্বর ব্লকের মাদপুরে। জেলা তৃণমূলের চেয়ারম্যান অজিত মাইতির জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার যেভাবে রাজ্যের প্রতি বঞ্চনা করছে তারই প্রতিবাদে তৃণমূল নেত্রী যে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন আর তার সমর্থনেই এদিনের এই প্রতিবাদ মিছিল বলে জানান তিনি। গ্রামের খেটে খাওয়া গরিব মানুষ যাঁরা ১০০ দিনের কাজের সঙ্গে যুক্ত সব মানুষর এদিনের এই প্রতিবাদ মিছিলে শামিল হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

মুখ্য়মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে ব্লকে ব্লকে মিছিল করার ডাক দিয়েছিলেন। তাঁর সেই ডাকে জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্বের সাড়া দেওয়ার ছবিই দেখা গেল। আসানসোলের জামুড়িয়াও ১০০ দিনের কাজের টাকা না পাওয়া, পেট্রোল ডিজেল গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে মিছিল করতে দেখা গিয়েছে। একই দাবিতে এদিন বিকেলে বহরমপুর- মুর্শিদাবাদ তৃণমূলের সাংগঠনিক জেলার পক্ষ থেকে প্রতিবাদ মিছিল বের হয়। বালুরঘাটেও মাথায় ডালা ও কোদাল নিয়ে অভিনব প্রতিবাদ মিছিল দেখা যায়। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, ডিসেম্বর থেকে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। এই অভিযোগে আন্দোলনে নামার ডাক দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এবার তাঁক ডাকে সাড়া দিয়েই পায়ে পা মেলালেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক, নেতারা। বিজেপির রাজ্যসভাপতি

তারেক রহমান বাংলাদেশে পা রাখার আগেই ভয়ঙ্কর ঘটনা, প্রাণ গেল ১ জনের
তারেক রহমান বাংলাদেশে পা রাখার আগেই ভয়ঙ্কর ঘটনা, প্রাণ গেল ১ জনের
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
বড়দিনের আগের রাতে গির্জায় প্রার্থনাসভায় যোগ দিলেন মমতা
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
এবার বাংলাদেশে তৈরি হবে বিপ্লবী সরকার? ঢাকায় গুঞ্জন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
'ব্রাহ্মণের মেয়েকে' সরিয়ে বালিগঞ্জে নতুন মুখ আনলেন হুমায়ুন
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
শুনানিতে যেতে না পারলে কী হবে? অকূলপাথারে বর্ধমানের মুখোপাধ্যায় পরিবার
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
'এরা বাংলাকে বাংলাদেশ তৈরি করতে চাইছে...', তৃণমূলকে তোপ মিঠুনের
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
তৃণমূলকে এনেছিলাম, এবার বিজেপিকে আনব: শুভেন্দু
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
'বাবরি পাহারা দিচ্ছে পুলিশ...', বাংলা নিয়ে তোপ BJP নেতার
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
কারা হচ্ছেন মাইক্রো অবজার্ভার, উদ্দেশ্য কী?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?
মদ্যপান, ছোট পোশাকে নাচ নাকি ব্রাহ্মণের মেয়ে বলে বাদ পড়লেন নিশা?