ব্যারাকপুর: নির্বাচন হবে আর ব্যারাকপুরে অশান্তি থাকবে না এমনটা হতে পারে না। লোকসভা ভোটকে কেন্দ্র করে ফের গন্ডগোল ছড়াল ব্যারাকপুরে। বিজেপি প্রার্থী অর্জুন সিংকে কেন্দ্র করে উঠল গো-ব্যাক স্লোগান। ক্ষিপ্ত জনতাকে হটাতে লাঠিপেটা বাহিনীর।
জানা গিয়েছে, টিটাগড় দেশবন্ধু কলোনীতে অর্জুন সিং গণ্ডগোলের খবর পেয়ে যান। এরপর ঘটনাস্থলে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে। কাঠগড়ায় তৃণমূলের কর্মী সমর্থকরা। এরপর অর্জুন সিং-এর সঙ্গে যাঁরা ছিলেন তাঁরাও পাল্টা স্লোগান দিতে শুরু করেন। দু’পক্ষের গন্ডগোলের জেরে উত্তপ্ত দেশবন্ধু কলোনী।
পরিস্থিতি সামাল দিতে সেখানে পৌঁছন পুলিশ বাহিনী। কিআরটি টিমও পৌঁছয় সেখানে। আসে স্পেশ্যাল ফোর্স। আসে কেন্দ্রীয় বাহিনী। এরপর শুরু হয় লাঠিপেটা। কিন্তু তারপরও স্লোগান দিতে থাকেন তাঁরা। কার্যত পশ্চাৎদেশে লাঠিপেটা করে হটিয়ে দেওয়া হয়। এখনও উত্তপ্ত পরিস্থিতি সেখানে। অর্জুন সিং বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় দেউলিয়া হয়ে গিয়েছেন। এখানে আমাদের কর্মীদের থাকতে দেওয়া হচ্ছে না। বুথ এজেন্টকে হটিয়ে দেওয়া হচ্ছে।”