
ব্যারাকপুর: দিঘার জগন্নাথ মন্দিরে সস্ত্রীক দিলীপ ঘোষ যেতেই বিজেপির অন্দরে শুরু হইচই। একযোগে বিজেপির তাবড়-তাবড় একাংশ নেতারা আক্রমণ করতে শুরু করেছেন প্রাক্তন সাংসদ। তার চাঁচাছোলা ভাষায় জবাবও দিয়েছেন বিজেপি নেতা। এবার প্রাক্তন সাংসদকে আক্রমণ বিজেপি নেতা অর্জুন সিংয়ের। প্রকাশ্যেই বললেন, “দিলীপ ঘোষ জননেতা নন। শুভেন্দু অধিকারীই জননেতা। উনি নিজেকে বিজেপি নেতা প্রমাণ করতে চাইছেন। ওঁকে মমতা বন্দ্যোপাধ্যায় ফুল-মিস্টি পাঠাচ্ছেন আর আমাদের নামে ১৮৪ টা কেস হচ্ছে আমরা বিজেপি করি বলে।”
উল্লেখ্য, অক্ষয় তৃতীয়ার দিন দিঘার মন্দির উদ্বোধন হয়। সেখানে আমন্ত্রণ করা হয় দিলীপ ঘোষকে। স্ত্রীকে নিয়ে উপস্থিত হন বিজেপি নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে বেশ খানিকক্ষণ কথাও বলেন। এরপর থেকেই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী,কৌস্তভ বাগচীরা একেবারে রে রে করে কার্যত তেড়ে আসেন। সেই তালিকাতেই এবার এলেন অর্জুন সিং।
এ দিন অর্জুন প্রশ্ন তোলেন কে বেশি বিজেপি তা নিয়েও। সঙ্গে নিজের একাধিকবার দল-বদলের প্রসঙ্গও তোলেন। তিনি বলেন, “উনি বিজেপি-র বেশি ক্ষতি করেছে। আমি অস্বীকার করি না আমি একসময় তৃণমূল করতাম। কিন্তু আমি সেই তৃণমূল করতাম যখন এই দল এক সময় সিপিএম-এর হয়ে লড়ত।”
প্রাক্তন সাংসদের আরও সংযোজন, “আমার নামে ১৭৬টা মামলা কেন? উনি তৃণমূলের দালালি করেন বলেই নোটিস আসছে না। আমাদের নোটিস আসে কারণ তৃণমূলের বিরুদ্ধে লড়ছি। কে লড়ছে মানুষ দেখছি। আগামী দিনে ওঁর যা কেচ্ছা করবে বাংলার মানুষ ওঁকে ঘৃণা করবে।”