Arjun Singh: ‘আমরা অপমানিত, বিজেপিতে যাচ্ছি…’, অর্জুন সিংকে পাশে বসিয়ে বললেন তৃণমূল কাউন্সিলর, সঙ্গী বালু-ঘনিষ্ঠ মৃণ্ময়ও

Mrinmoy Kashyapi to Join BJP: এই বিষয় কাশ্যপী দম্পতি একেবারে সোজাসাপ্টা মন্তব্য করে দিয়েছেন। তাঁদের বিজেপিতে যোগদান যে সময়ের অপেক্ষা তা তাঁরা জানিয়ে দিয়েছেন। এদিন কাউন্সিলর শ্রাবণী কাশ্য়পী বলেন, 'আমরা ঠিক করেছি, ওনার সান্নিধ্যে আমরা বিজেপিতে যোগদান করব। আমরা এখানে অপমানিত। আমি একজন কাউন্সিলর, কিন্তু দলে আমার কোনও যোগ্য সম্মান নেই।'

Arjun Singh: আমরা অপমানিত, বিজেপিতে যাচ্ছি..., অর্জুন সিংকে পাশে বসিয়ে বললেন তৃণমূল কাউন্সিলর, সঙ্গী বালু-ঘনিষ্ঠ মৃণ্ময়ও
এক ফ্রেমে শ্রাবণী কাশ্যপী ও অর্জুন সিংImage Credit source: নিজস্ব চিত্র

| Edited By: Avra Chattopadhyay

Dec 23, 2025 | 7:16 AM

ব্যারাকপুর: তৃণমূল কাউন্সিলরের বাড়িতে অর্জুন সিং। প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতাকে পাশে বসিয়ে শাসকশিবিরের কাউন্সিলর বললেন, ‘তৃণমূলে আমরা যে ভাবে লাঞ্চিত হয়েছি, সেগুলো সহ্য করার মতো নয়।’ দোরগোড়ায় বাংলার বিধানসভার নির্বাচন। তার আগেই ‘দুর্নীতি’ ও ‘দলীয় স্তরে লাঞ্চনা’কে দাগিয়ে ‘দখিনা হাওয়া’য় ‘গা ভাসাতে’ চলেছেন উত্তর ব্যারাকপুরের ১৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী কাশ্য়পী।

তবে তিনি একা নন। স্ত্রীয়ের রাজনৈতিক সিদ্ধান্তে সঙ্গী হয়েছেন স্বামী মৃণ্ময় কাশ্যপীও। তাঁর রাজনৈতিক পরিচয় আবার একটু ভিন্ন মাত্রার। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বা আরও নির্দিষ্ট করলে বললে ‘ছায়াসঙ্গী’ ছিলেন তিনি। রবিবার এই কাশ্য়পী দম্পতির বাড়িতে গিয়েছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘তৃণমূলের বিরুদ্ধে আমি এনাদের যে ঝাঁঝালো মন্তব্যগুলি শুনেছি, সেটার তাগিদেই এখানে এলাম। বলেছি, তৃণমূলে থেকে তৃণমূলের বিরোধিতা করে কী হবে? আমি ওনাদের বিজেপিতে যোগদানের কথা বলেছি। ওনারা কী সিদ্ধান্ত নেবেন, তা ওনাদের ব্য়ক্তিগত বিষয়।’

এই বিষয় কাশ্যপী দম্পতি একেবারে সোজাসাপ্টা মন্তব্য করে দিয়েছেন। তাঁদের বিজেপিতে যোগদান যে সময়ের অপেক্ষা তা তাঁরা জানিয়ে দিয়েছেন। এদিন কাউন্সিলর শ্রাবণী কাশ্য়পী বলেন, ‘আমরা ঠিক করেছি, ওনার সান্নিধ্যে আমরা বিজেপিতে যোগদান করব। আমরা এখানে অপমানিত। আমি একজন কাউন্সিলর, কিন্তু দলে আমার কোনও যোগ্য সম্মান নেই।’

অন্যদিকে কাউন্সিলরের স্বামী তথা প্রাক্তন খাদ্য়মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একদার ‘ছায়াসঙ্গী’ মৃণ্ময় কাশ্য়পী বলেন, ‘চোরের ছায়াসঙ্গী কি কেউ থাকতে চায়? রাজনৈতিক কারণে এক সময় ছিলাম। উনি খাদ্যমন্ত্রী হয়ে গরিব মানুষের চাল চুরি করেছেন। মানুষ লিস্ট বানাচ্ছে, কোন তৃণমূল নেতা কার থেকে কত টাকা নিয়েছেন।’ কিন্ত কবে হতে পারে এই যোগদান পর্ব। অর্জুন সিংয়ের কথায়, পৌষ মাস গেলেই দলে আসবেন কাশ্য়পী দম্পতি। তবে তাঁরা একা নন, ‘লাইনে অনেকেই রয়েছে’ বলে দাবি প্রাক্তন সাংসদের।