Arjun Singh: জামাইকে তলব সিআইডির, গর্জে উঠেই অর্জুন বলে দিলেন পরিবারের ভিতরের কথা

Arjun Singh: তৃণমূলকে আক্রমণ করে অর্জুন বলেন, "আমরা নাকি চোর। দেড়শো বছরের বেশি সময় আমরা এখানে বসবাস করছি। আমরা ব্যবসায়ী পরিবারের লোক। আমার ঠাকুরদা, বাবা সবাই ব্যবসা করতেন। আমার জামাইও ব্যবসায়ী পরিবারের ছেলে।"

Arjun Singh: জামাইকে তলব সিআইডির, গর্জে উঠেই অর্জুন বলে দিলেন পরিবারের ভিতরের কথা
অর্জুন সিংImage Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

May 03, 2025 | 6:31 PM

জগদ্দল: এবার ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ছোট জামাইকে তলব করল সিআইডি। আগামী ৫ মে দুপুর ১২টার মধ্যে তাঁকে ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। ভাটপাড়া সমবায় ব্যাঙ্কে আর্থিক তছরুপ মামলায় অর্জুন সিংয়ের ছোট জামাইকে তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। সিআইডি তাঁর ছোট জামাইকে নোটিস পাঠাতেই গর্জে উঠলেন অর্জুন। বললেন, তাঁকে ভয় দেখাতেই পরিবারের লোকজনদের নোটিস পাঠানো হয়েছে। তবে তাঁকে ভয় দেখানো যাবে না বলে হুঙ্কার দিলেন বিজেপি এই নেতা।

ছোট জামাইকে নোটিস পাঠানোর কারণ নিয়ে অর্জুন বলেন, “তৃণমূল কংগ্রেস আমাদের শত্রু ভাবে। তৃণমূল কংগ্রেসের যা ক্ষতি করছি, আমরা করছি। তার জন্য কখনও আমাকে নোটিস পাঠাচ্ছে। কখনও আমার ছেলেকে। এবার সিআইডি-কে দিয়ে আমার জামাইকে নোটিস পাঠিয়েছে। তার মানে বোঝা যাচ্ছে, কত নিম্নমানে রাজনীতি করছে তৃণমূল।”

তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, “আমরা নাকি চোর। দেড়শো বছরের বেশি সময় আমরা এখানে বসবাস করছি। আমরা ব্যবসায়ী পরিবারের লোক। আমার ঠাকুরদা, বাবা সবাই ব্যবসা করতেন। আমার জামাইও ব্যবসায়ী পরিবারের ছেলে। আমাদের বারবার নোটিস পাঠিয়ে হয়রানি করা হচ্ছে। কখনও বলে, সমবায় ব্যাঙ্ক থেকে আমরা নাকি পয়সা চুরি করেছি। আমরা এই ২ কোটি, চার কোটি টাকা চুরি করব? আমাদের পরিবারের আয়ের টার্নওভার শুনলে এদের মাথা খারাপ হয়ে যাবে। আমাদের ব্যবসা শুনলে এদের মাথা খারাপ হয়ে যাবে। পৃথিবীজুড়ে আমাদের ব্যবসা রয়েছে।”

তাঁর ছোট জামাইকে নোটিস পাঠানোর কারণ নিয়ে অর্জুন বলেন, “শুধু রাজনৈতিক কারণে এই হয়রানি করা হচ্ছে। আমি বিজেপি করি, তার জন্য এই হয়রানি। আমি বিজেপির হয়ে লড়াই করছি বলে এই নোটিস। তবে যতই নোটিস পাঠানো হোক, মামলা করা হোক, আমার কিছু যায় আসে না। আমরা মানসিক ভাবে এসবের বিরুদ্ধে লড়ার জন্য প্রস্তুত। আমি যাতে ভয় পাই, সেজন্য পরিবারকে টার্গেট করা হচ্ছে। তবে কোনও লাভ নেই। আমার পরিবারের লোকেরাও মানসিকভাবে এর জন্য প্রস্তুত রয়েছে।”

তিনি জানান, এর আগেও তাঁর ছোট জামাইকে নোটিস পাঠানো হয়েছে। আদালত যাওয়া ছাড়া কোনও পথ নেই বলে মন্তব্য করেন অর্জুন। সিআইডি-র তলব পেয়ে আগামী ৫ মে অর্জুন ছোট জামাই ভবানী ভবনে যান কি না, সেটাই এখন দেখার।