Attack: সাইকেল রাখা নিয়ে সমস্যা, চোখ উপড়ে নেওয়ার অভিযোগ

Dipankar Das | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 24, 2025 | 1:43 PM

Attack: রবিবার সন্ধ্যায় নন্দীর বাড়ির গলিতে ঢোকার মুখে সাইকেল রাখা ছিল, তাই নিয়ে প্রতিবাদ করেন।  তখন এলাকারই বেশ কয়েকজন তাঁর ওপর চড়াও হন বলে অভিযোগ। তাঁকে বেধড়ক মারধর করতে শুরু করেন।

Attack: সাইকেল রাখা নিয়ে সমস্যা, চোখ উপড়ে নেওয়ার অভিযোগ
আক্রান্তের স্ত্রী
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর ২৪ পরগনা:  সাইকেল রাখাকে কেন্দ্র করে বিবাদের জেরে এক ব্যক্তির চোখ উপড়ে নেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুর থানার লেলিনগড় এলাকায়। নন্দী বিশ্বাস চোখে গুরুতর আঘাত নিয়ে আরজি করে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। পরিবারের দাবি, চিকিৎসকরা জানিয়েছেন, ওই চোখে দৃষ্টিশক্তি হারিয়েছেন ওই যুবক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় নন্দীর বাড়ির গলিতে ঢোকার মুখে সাইকেল রাখা ছিল, তাই নিয়ে প্রতিবাদ করেন।  তখন এলাকারই বেশ কয়েকজন তাঁর ওপর চড়াও হন বলে অভিযোগ। তাঁকে বেধড়ক মারধর করতে শুরু করেন। অভিযোগ, তাঁর চোখে গুরুতরভাবে আঘাত করা হয়। ঘটনার পর পরিবারের অন্যরা বলতে গেলে তাঁদেরকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। পরবর্তীতে নিউ বারাকপুর থানায় অভিযোগ করতে গেলে আক্রান্ত হুমকির শিকার হন বলেও অভিযোগ।

পরিবারের আরও অভিযোগ, গোটা ঘটনা ঘটেছে বিলকান্দা ২ এর পঞ্চায়েত প্রধান দীপা পাইকের সামনে। যদিও তিনি বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, “যে সময়ের কথা বলা হচ্ছে, সে সময়ে আমি একটা মিটিংয়ে ছিলাম। কীভাবে সেখানে উপস্থিত থাকতে পারি?” এই ঘটনায় এখনও পর্যন্ত এক জনকে গ্রেফতার করেছে নিউ বারাকপুর থানার পুলিশ।