
বাদুড়িয়া: ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ স্কুলের কর্ণধারের বিরুদ্ধে। এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা স্কুল বন্ধ করে দেন। স্কুল থেকে আবাসিকদের পাঠিয়ে দেওয়া হয় বাড়ি। ঘটনাকে ঘিরে উত্তেজনা উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার বাগজোলা এলাকার একটি বেসরকারি স্কুলে।
অভিযোগ, এই বেসরকারি স্কুলটিতে অনেক আবাসিক পড়ুয়া রয়েছে। ছাত্র এবং ছাত্রীদের আলাদা আলাদা থাকার ব্যবস্থা রয়েছে । অভিযোগ, স্কুলের কর্ণধার প্রায় প্রতি রাতেই ছাত্রীদের আবাসিকে ঢুকে কুরুচিকর ব্যবহার করেন। এমনকি এই স্কুলের বেশ কয়েকজন শিক্ষিকার সঙ্গেও এই ধরনের আচরণ করেছেন বলে অভিযোগ। অনেকেই ভয়ে প্রতিবাদ করতে না পেরে স্কুল থেকে চলে গিয়েছেন বলেও অভিযোগ।
অভিযোগ, মঙ্গলবার রাতে ফের ছাত্রীদের রুমে ঢোকেন ওই কর্ণধার। তাঁর সঙ্গেও অশ্লীল ব্যবহার করেন। ভোরে লুকিয়ে আবাসন থেকে বেরিয়ে ওই ছাত্রী স্থানীয় গ্রামের মহিলাদের বিষয়টি জানান। এরপরেই এলাকার মানুষ একজোট হয়ে স্কুলে বিক্ষোভ দেখান। স্কুলের ছাত্র-ছাত্রী এবং আবাসিকের বাড়িতে পাঠিয়ে দেন তাঁরা। এলাকার মানুষের ক্ষোভ বুঝতে পেরে কর্ণধার স্কুল ছেড়ে পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বাদুড়িয়া থানার পুলিশ। গ্রামবাসী ও নিগৃহীতা ছাত্রীর সঙ্গে কথা বলেন। এলাকার মানুষের অভিযোগ, এই স্কুল আর তাঁরা খুলতে দেবেন না।