Bagda By poll: জড়িয়ে ধরতেই ভুলে গেলেন সব রাগ, পদে ফিরলেন অভিমানী বিজেপি নেতা

Bagda By poll: বাগদা উপনির্বাচনে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে ইস্তাফা দিয়েছিলেন বাগদা ২ নম্বর মণ্ডলের সভাপতি সমীর বিশ্বাস। তাঁর বাড়িতে বিজেপির প্রার্থী বিনয় বিশ্বাসকে নিয়ে এলেন জেলা সভাপতি দেবদাস মণ্ডল। বিক্ষুব্ধ বিজেপি নেতাকে প্রণাম প্রার্থীর এবং আলিঙ্গন দুজনের ।

Bagda By poll: জড়িয়ে ধরতেই ভুলে গেলেন সব রাগ, পদে ফিরলেন অভিমানী বিজেপি নেতা
মিটল ক্ষোভImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 22, 2024 | 12:55 PM

বাগদা: বাগদা বিধানসভা উপনির্বাচনে বিজেপি-র প্রার্থী তালিকা বের হওয়ার পর থেকেই কার্যত ক্ষোভ বেড়েছিল। এমনকী বিজেপির ক্ষুব্ধ একাংশ নির্দল হিসাবে পছন্দের প্রার্থীকে দাঁড় করায়। এই নিয়ে ইস্তফাও দেন বাগদার মণ্ডল সভাপতি। পরে যদিও অভিমানী নেতাকে আলিঙ্গন করেন বিজেপি প্রার্থী ও জেলা বিজেপি সভাপতি। আর তার পরেই মিটল জট।

বাগদা উপনির্বাচনে বিজেপির প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে ইস্তাফা দিয়েছিলেন বাগদা ২ নম্বর মণ্ডলের সভাপতি সমীর বিশ্বাস। তাঁর বাড়িতে বিজেপির প্রার্থী বিনয় বিশ্বাসকে নিয়ে এলেন জেলা সভাপতি দেবদাস মণ্ডল। বিক্ষুব্ধ বিজেপি নেতাকে প্রণাম প্রার্থীর এবং আলিঙ্গন দুজনের । ইস্তফা গ্রহণ করা হয়নি সমীর বিশ্বাসই থাকবেন মণ্ডল সভাপতি জানালেন জেলা বিজেপি সভাপতি। শুধু তাই নয়, জানানো হয় বিজেপি প্রার্থীর হয়ে প্রচার করবেন ও আগের মত কাজ চালাবেন সমীর বিশ্বাস।

যদিও এই বিষয়ে সমীর বিশ্বাস জানিয়েছেন, “অভিমান ছিল সেই কারণে আমি ইস্তফা পত্র পাঠিয়েছিলাম। কিন্তু ইস্তফা গ্রহণ করেনি জেলা সভাপতি। আমি আগেই বলেছিলাম আমি পদ থেকে ইস্তফা দিচ্ছি। পার্টি ছাড়ছি না। আমি আগামীদিনে বিজেপি প্রার্থীর হয়ে প্রচারে নামব।” এই বিষয়ে বাগদা উপনির্বাচনের বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস জানিয়েছেন, “অভিমান ছিল মিটে গিয়েছে। বিক্ষুব্ধ বিজেপি নেতা অর্থাৎ নির্দল হিসেবে যিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন সত্যজিৎ মজুমদারের বাড়িতেও আগামীতে আমি যাব।”

যদিও, বিজেপির মণ্ডল সভাপতি ইস্তফা ফিরিয়ে নেওয়া প্রসঙ্গে কটাক্ষ করেছেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, “ওদের লেনদেনের ব্যাপার। ওর মতো অনেকেই তৃণমূলে যোগ দেয়ার জন্য দাঁড়িয়ে আছে। সাধারণ সম্পাদক নির্দেশ দিলে আগামীতে যোগদান করানো হবে।”