
উত্তর ২৪ পরগনা: শশুর, শাশুড়ি, তিন মেয়েকে চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচৈতন্য করে আরিফ মোল্লার সঙ্গে পালিয়ে শেষ রক্ষা হল না বাগদার মালিদার এক বাড়ির দুই বউয়ের। বাগদা থানার পুলিশ গ্রেফতার করেছে কৃত্তিমান বড় বউ কুলচান মল্লিক ও ছোট বউ নাজমা মন্ডলকে ।
উত্তর ২৪ পরগনার বাগদা থানার মালিদা গ্রামের বাসিন্দা আনিসুর শেখ মঙ্গলবার বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। আনিসুর তাঁর নিজের স্ত্রী নাজমা মন্ডল ও বৌদি কুলচান মন্ডলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। তাঁর অভিযোগ ছিল স্ত্রী ও বৌদি , মা-বাবা ও তিন মেয়েকে মঙ্গলবার সন্ধ্যায় চায়ের সঙ্গে কিছু মিশিয়ে খাইয়ে দিয়ে অচৈতন্য করে বাড়ি থেকে আরিফ মোল্লা নামে এক যুবকের সঙ্গে পালিয়ে গিয়েছেন।
লিখিত অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে বাগদা থানার পুলিশ । অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়। মঙ্গলবার রাতে বাগদা থানার থানার পুলিশ মোবাইল টাওয়ার লোকেশন দেখে এই দুই বউকে গ্রেফতার করে । তবে আরিফ মোল্লার খোঁজ এখনও মেলেনি। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে বাগদা থানার পুলিশ। বড় বউ কুলচান মল্লিক জানিয়েছেন, চায়ের সঙ্গে ঘুমের ওষুধ দিয়েই পালাতে চেয়েছিলেন।
মঙ্গলবারই এই ঘটনা সামনে আসে, যা রীতিমতো শোরগোল ফেলে দেয়। গ্রামেরই যুবক আরিফের সঙ্গে একই বাড়ির দুই বউ অর্থাৎ দু জা পালিয়ে যান। দুজনের সঙ্গেই সম্পর্ক রয়েছে আরিফের। স্বামীর কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন আরিফের স্ত্রীও।