Bangaon School: ‘কী হবে এবার?’, একপ্রকার বন্ধ হওয়ার পথে রাজ্যের একটি স্কুলের বিজ্ঞান বিভাগ

Bangaon: উত্তর ২৪ পরগনার বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের সাতজন শিক্ষিকা ও একজন গ্রুপ ডি কর্মচারীর চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ। সাতজন শিক্ষিকার মধ্যে তিনজন শিক্ষিকা বিজ্ঞান বিভাগের বলে জানা যাচ্ছে।

Bangaon School: কী হবে এবার?, একপ্রকার বন্ধ হওয়ার পথে রাজ্যের একটি স্কুলের বিজ্ঞান বিভাগ
বনগাঁ স্কুলে নেইImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 09, 2025 | 3:09 PM

বনগাঁ: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের স্বেচ্ছাশ্রম বা ভলান্টিয়রি সার্ভিস দেওয়ার কথা বলেছিলেন। কিন্তু দেখা যাচ্ছে উত্তর ২৪ পরগনার বনগাঁয় আসেননি শিক্ষক-অশিক্ষক কর্মীরা। যার জেরে বিপাকে পড়েছে ‘বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়’। সেখানে আসেননি সাত শিক্ষিকা ও এক গ্রুপ-ডি কর্মচারী (Group-D),বিজ্ঞান বিভাগের খাতা দেখবে কারা? বা ক্লাস চলবে কী করে? চিন্তায় প্রধান শিক্ষিকা।

উত্তর ২৪ পরগনার বনগাঁ কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়ের সাতজন শিক্ষিকা ও একজন গ্রুপ ডি কর্মচারীর চাকরি বাতিল হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ। সাতজন শিক্ষিকার মধ্যে তিনজন শিক্ষিকা বিজ্ঞান বিভাগের বলে জানা যাচ্ছে। যার জেরে বিজ্ঞান বিভাগের খাতা দেখবে কারা বা ক্লাস নেবেন কারা তা নিয়ে চিন্তায় রয়েছেন প্রধান শিক্ষিকা।

সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর পরামর্শের পরে দু’দিন কেটে গিয়েছে। কিন্তু স্কুলে কোনও শিক্ষিকা বা গ্রুপ ডি (Group D) কর্মচারি। এ দিকে, ফুল দমে ক্লাস চালু হয়ে গিয়েছে। কিন্তু বিজ্ঞান বিভাগের কী হবে? ক্লাস কাদের দিয়ে করাবেন? তা নিয়ে চিন্তায় রয়েছে প্রধান শিক্ষিকা ।

প্রধান শিক্ষিকা ইন্দ্রানী উকিল সরকার জানিয়েছেন, “শিক্ষিকারা আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছেন। ওরা এতটাই মর্মাহত যে স্কুলে আসার মতো পরিস্থিতিতে নেই।”