Baranagar: ‘জলাশয় বোঝালে খেলার মাঠই হবে, আবাসন নয়’, প্রতিবাদ করায় কাউন্সিলর দিলেন ‘বিজেপি’র তকমা

Ananta Chattopadhyay | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 05, 2023 | 11:08 AM

Baranagar: বরানগর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের শাসকদলের কাউন্সিলর সনাত বিশ্বাসকে এলাকার বাসিন্দারা অভিযোগও করেন। কিন্তু তাঁদের বক্তব্য,  এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করা তো দূরের কথা। তিনি তা না করে, যাঁরা প্রতিবাদ করছিলেন, তাঁদের বিজেপি ঘনিষ্ঠ বলে পাল্টা দাবি করতে থাকেন।

Baranagar: ‘জলাশয় বোঝালে খেলার মাঠই হবে, আবাসন নয়’, প্রতিবাদ করায় কাউন্সিলর দিলেন বিজেপির তকমা
জলাশয় ভরাট ঘিরে উত্তেজনা
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর ২৪ পরগনা: মাটি ফেলে জলাশয় ভরাটকে কেন্দ্র করে বিবাদ। কাঠগড়ায় তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠরা। জলাশয় ভরাটে স্থানীয় বাসিন্দারা বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বরানগর বীরেশ্বর নগর এলাকা।

বরানগর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড বীরেশ্বর নগর এলাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার একটি জলাশয় মাটি ফেলে বোঝানোর কাজ চালাচ্ছিলেন এলাকারই কাউন্সিলর সনৎ বিশ্বাসের ঘনিষ্ঠ কয়েকজন। বিষয়টি দেখতে পেয়ে সেই জলাশয় ভরাটে বাধা দেন এলাকার স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, এই জলাশয় যদি বুজিয়েই দেওয়া হয়, তাহলে হতে হবে খেলার মাঠ। কোনও আবাসন তৈরি করা যাবে না এখানে। এই দাবিতেই সোচ্চার হয়েছে এলাকার বাসিন্দারা।

বরানগর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের শাসকদলের কাউন্সিলর সনৎ বিশ্বাসকে এলাকার বাসিন্দারা অভিযোগও করেন। কিন্তু তাঁদের বক্তব্য, এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করা তো দূরের কথা, যাঁরা প্রতিবাদ করছিলেন, তাঁদের বিজেপি ঘনিষ্ঠ বলে পাল্টা দাবি করতে থাকেন। এই বিষয়ে কাউন্সিলরকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি অভিযোগ করেন, যাঁরা এই জলাশয় ভরাটে বাধা দিচ্ছেন, তাঁরা প্রত্যেকে বিজেপি করেন।

কাউন্সিলরের এই দাবির পর পাল্টা বিজেপি নেতা কিশোর কর বলেন, “কাউন্সিলর বলছেন, যাঁরা বিরোধিতা করছেন, তাঁরা বিজেপি করেন। যদি গোটা এলাকার মানুষ বিজেপি করে, তাহলে কার ভোটে জিতলেন কাউন্সিলর?”

এই গোটা ঘটনা তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠদের দ্বারা পরিচালিত হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেন কিশোর কর। বিজেপি নেতার দাবি, জলাশয় বুজিয়ে আবাসন তৈরি করে মোটা টাকা মুনাফা করবেন শাসকদলের কাউন্সিলর ও তাঁর ঘনিষ্ঠরা। মানুষ বুঝতে পেরেছেন, তাই প্রতিরোধ করেছেন।,

এলাকার বাসিন্দাদের আরও অভিযোগ, জলাশয় ভরাটের প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকিও দিচ্ছেন অভিযুক্তরা। গোটা ঘটনায় বরানগর থানায় অভিযোগ দায়ের করেছে বীরেশ্বর নগর কমিটি। তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ।

Next Article