
কলকাতা: শনিবার লোকসভা ভোটের পাশাপাশি বিধানসভা উপনির্বাচনও রয়েছে বরানগরে। বনহুগলিতে বিজেপি প্রার্থী সজল ঘোষের এজেন্টকে বসাতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও নিজেকে বুথ এজেন্ট বলে পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে আর দেখা যায়নি। সাংবাদিকরা কার্ড দেখতে চাইলে পাশের দরজা দিয়ে বেরিয়ে যেতে দেখা যায় তাঁকে। এরপর সজল ঘোষ কথা বলেন পুলিশ আধিকারিকের সঙ্গে। বুথের ভিতরেই বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় তৃণমূলের বুথ এজেন্টের সঙ্গে।
সজল ঘোষ বলেন, “ফর্মে স্টাম্পের কথা কোথাও লেখা নেই। আর ওরা স্ট্যাম্প ছাড়া ঢুকতে দেবে না। প্রিসাইডিং অফিসার মেনে নিচ্ছেন।” এ দিকে, পাল্টা আবার তৃণমূলের এজেন্ট হিসাবে পরিচয় দেওয়া ব্যক্তি বলেন, “আপনি সজল ঘোষ। আপানাকে ভাল ভাবে চিনি।” এরপর সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেন, “আপনি কে?” উল্টে তিনি চিৎকার করে বলেন, “আমি এজেন্ট। সৌগত রায়ের এজেন্ট।” এরপর কার্ড দেখতে চাইলেই পাশের দরজা দিয়ে কার্যত পালিয়ে যেতে দেখা গেল তাঁকে।
এখানেই শেষ নয়। ওই একই বুথে আবার রাজ্য পুলিশকে দেখা গেল ভিতরে। তাঁর সঙ্গেও আঙুল উঁচিয়ে কথা বলতে দেখা যায় সজল ঘোষকে। যদিও পুলিশ আধিকারিক জানান ভিতরে সব ঠিক আছে কি না জানার জন্য গিয়েছিলেন।