Baranagar: সাংবাদিক দেখতেই রেগে গেলেন জওয়ান? ছুটে গিয়ে হেলমেট খুলে TV9 বাংলার সাংবাদিককে মার

Susovan Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jun 01, 2024 | 7:39 AM

Baranagar: হঠাৎ করেই বেশ কয়েকজন লোক সেখানে এসে টিভি ৯ বাংলার প্রতিনিধিকে জিজ্ঞাসা করেন যে কেন তাঁরা এখানে এসেছেন? পাশাপাশি কৌস্তভ বাগচীর সঙ্গেও কথা বলেন। আচমকাই কেন্দ্রীয় বাহিনী মারমুখী হয়ে ওঠে। লাঠি উঁচিয়ে তেড়ে এলেন এক জওয়ান। ক্যামেরা দেখে ছোড়া হয় লাঠি। তবে চিত্র সাংবাদিক বিনোদ সিং কোনও ভাবে ক্যামেরা বাঁচাতে সক্ষম হন।

Baranagar: সাংবাদিক দেখতেই রেগে গেলেন জওয়ান? ছুটে গিয়ে হেলমেট খুলে TV9 বাংলার সাংবাদিককে মার
আক্রান্ত টিভি ৯ বাংলা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বরানগর: শেষ দফা ভোটে অশান্তির খবর উঠে এল দমদম লোকসভা কেন্দ্র থেকেও। বনহুগলিতে খবর সম্প্রচারে গিয়ে আক্রান্ত টিভি ৯ বাংলা। বিজেপি এজেন্টকে বসতে বাধা দেওয়ার অভিযোগ। তেড়ে গিয়ে বাহিনীর জওয়ান মারলেন টিভি ৯ বাংলার প্রতিনিধিকে। ভেঙে দেওয়া হল টিভি ৯ বাংলার বুম। আজ বিধান উপনির্বাচন রয়েছে বরানগরে। সেখানে বিজেপি প্রার্থী সজল ঘোষের নির্বাচনী এজেন্ট বনহুগলি হাইস্কুলে গিয়েছিলেন। তাঁর অভিযোগ ছিল বিজেপি-র এজেন্ট বুথে বসাতে পারছেন না। সেই খবর করতে গিয়েছিল টিভি ৯ বাংলা।

হঠাৎ করেই বেশ কয়েকজন লোক সেখানে এসে টিভি ৯ বাংলার প্রতিনিধিকে জিজ্ঞাসা করেন যে কেন তাঁরা এখানে এসেছেন? পাশাপাশি কৌস্তভ বাগচীর সঙ্গেও কথা বলেন। আচমকাই কেন্দ্রীয় বাহিনী মারমুখী হয়ে ওঠে। লাঠি উঁচিয়ে তেড়ে এলেন এক জওয়ান। ক্যামেরা দেখে ছোড়া হয় লাঠি। তবে চিত্র সাংবাদিক বিনোদ সিং কোনও ভাবে ক্যামেরা বাঁচাতে সক্ষম হন। এরপর সাংবাদিক সুশোভন ভট্টাচার্যর বুম কেড়ে নেওয়া হয়। পালাতে গেলে তাঁর হাতে ও কানে লাঠি দিয়ে মারধর করা হয়। এমনকী হেলমেট দিয়েও মারধর করা হয়েছে।

বস্তুত, নির্বাচন কভার করার জন্য প্রতি সাংবাদিক সচিত্র পরিচয় পত্র পেয়ে থাকেন। নির্বাচন কমিশন থেকেই সেই পরিচয় পত্র দেওয়া হয়। সেখানে নিয়ম বিধি লেখা থাকে। যে জায়গায় টিভি ৯ বাংলার সাংবাদিক আক্রান্ত হয়েছেন সেটি বুথের বাইরের ঘটনা। সেখানে সাংবাদিকরা দাঁড়িয়ে খবর করতেই পারেন। কিন্তু একজন জওয়ান কীভাবে সাংবাদিকদের গায়ে সেই প্রশ্নটা থেকেই গেল।