Baranagar: ‘মেরে চোখের কোল নীল করে দিয়েছিল’, ৮০ বছরের বাবাকে কী এমন করত ছেলে! ভরসন্ধ্যায় মর্মান্তিক ঘটনা বরানগরে

Ananta Chattopadhyay | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Mar 19, 2025 | 10:46 PM

Baranagar: বুধবার সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় ৮০ বছরের ওই বৃদ্ধকে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে চিকিৎসকরা বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন।

Baranagar: মেরে চোখের কোল নীল করে দিয়েছিল, ৮০ বছরের বাবাকে কী এমন করত ছেলে! ভরসন্ধ্যায় মর্মান্তিক ঘটনা বরানগরে
এই বাড়ি থেকেই ঝাঁপ দেন বৃদ্ধ
Image Credit source: TV9 Bangla

Follow Us

বরানগর: ভরসন্ধ্যায় আচমকা ভয়াবহ শব্দ। আওয়াজ পেয়েই ছুটে যান এলাকার বাসিন্দারা। রাস্তায় তখন রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছেন বৃদ্ধ। কাছে গিয়েই তাঁরা বুঝতে পারেন, যিনি রাস্তায় পড়ে রয়েছেন, তিনি স্থানীয় ব্যবসায়ী শিবলাল যাদব। ছাদ থেকে পড়ে গিয়েছেন? নাকি আত্মহত্যা? নাকি অন্য কোনও কারণ থাকতে পারে, তা বুঝে উঠতে পারছেন না পাড়া-প্রতিবেশীরা। তবে ছেলের সঙ্গে যে সুসম্পর্ক ছিল না, সেই অভিযোগ সামনে আসছে।

বুধবার সন্ধ্যায় রক্তাক্ত অবস্থায় ৮০ বছরের ওই বৃদ্ধকে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। সেখানে চিকিৎসকরা বৃদ্ধকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে বরানগর থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলছেন ছেলের বিরুদ্ধে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাবার উপর অত্যাচার করতেন ছেলে রামেশ্বর যাদব। গত পরশু রাতেও ছেলে চড়াও হয়েছিলেন বাবার উপর, এমনটাই দাবি প্রতিবেশীদের। প্রতিবেশী এক মহিলা জানান, একদিন আগেই ওই বৃদ্ধের সঙ্গে দেখা হতে তিনি বলেছিলেন, ‘আমি মরে যাব।’ ওই মহিলা আরও জানান, বৃদ্ধকে এমন মারধর করা হয়েছিল যে চোখের পাশে নীল হয়ে গিয়েছিল। মহিলার অভিযোগ, অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী হয়েছেন বৃদ্ধ।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মৃত্যুর কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের পরই জানা যাবে আসল কারণ।