উত্তর ২৪ পরগনা: বরানগরে আবাসনের নীচে এক যুবকের দেহ উদ্ধার। যুবকের মুণ্ড প্লাস্টিকের ভিতর ঢোকানো ছিল। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় আহাসিকদের বক্তব্য, খুন করে দেহ ফেলে দেওয়া হয়েছে। তদন্তে বরানগর থানার পুলিশ।
বরানগর সিঁথির মোড় সংলগ্ন এক আবাসনের নীচে এক যুবকের প্লাস্টিক দিয়ে মুখ ঢাকা অবস্থায় মৃতদেহ উদ্ধার। জানা গিয়েছে, মৃত যুবকের নাম প্রণব বসু রায়। মৃত যুবক কলকাতায় এক বেসরকারি কোম্পানিতে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন আবাসনের ঠিক নীচে মাটিতে প্লাস্টিক ও লিউকোপ্লাস্ট দিয়ে মুখ ঢাকা অবস্থায় পড়েছিল দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বরানগর থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আবাসন চত্বরে। তবে ঘটনায় মুখ খুলতে নারাজ যুবকের পরিবারের লোকজন। তাঁরা কোনও ‘ক্লু’ই দিতে চাননি। প্রণবের সঙ্গে কারোর কোনও শত্রুতা ছিল কিনা, প্রেমঘটিত কোনও সমস্যা ছিল না, সেই সব বিষয়গুলো খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই আবাসনে পৌঁছেছে ফরেনসিক টিম।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)