Barasat: ‘সাধারণত ডাক্তাররা এমন করেন না, স্টেথোস্কোপই ঢুকিয়ে দিলেন জামার ভিতর, তলপেট থেকে হাত নামল নীচে’, কোন ‘রোগের’ চিকিৎসা করছিলেন?

Barasat: অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় বারাসতের একটি চিকিৎসা কেন্দ্রে মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন নির্যাতিতা মহিলা। অভিযোগ, সেই সময় প্রথমে চিকিৎসকের চেম্বারে ঢোকেন মেয়ে।

Barasat: সাধারণত ডাক্তাররা এমন করেন না, স্টেথোস্কোপই ঢুকিয়ে দিলেন জামার ভিতর, তলপেট থেকে হাত নামল নীচে, কোন রোগের চিকিৎসা করছিলেন?
নির্যাতিতা Image Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 20, 2025 | 5:04 PM

বারাসত: গ্যাস্ট্রোলজির সমস্যা। মেয়ে ও মা গিয়েছিলেন চিকিৎসক দেখাতে। শহরের নামকরা চিকিৎসক। তিনিই কিনা করলেন এমন! স্টেথোস্কোপ এক্কেবারে ঢুকিয়ে দেন জামার ভিতরে। ভয়ঙ্কর অভিযোগ বারাসতের এক চিকিৎসকের বিরুদ্ধে। অভিযোগ দায়ের বারাসত থানায়।

অভিযোগ, বৃহস্পতিবার সন্ধ্যায় বারাসতের একটি চিকিৎসা কেন্দ্রে মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন নির্যাতিতা মহিলা। অভিযোগ, সেই সময় প্রথমে চিকিৎসকের চেম্বারে ঢোকেন মেয়ে। তিনি যৌন হেনস্থার শিকার হওয়ায় বেরিয়ে আসেন। পরবর্তীতে তাঁর মা চিকিৎসা করাতে যান। অভিযোগ, তাঁকেও একই ভাবে হেনস্থা করা হয়।

চিকিৎসা কেন্দ্রে আধিকারিকদের সঙ্গে সে বিষয়ে কথা বলতে গেলে তাঁরাও কোনও সহায়তা করেননি বলে দাবি নির্যাতিতা মা ও মেয়ের। পরবর্তীতে ওই চিকিৎসকের বিরুদ্ধে বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। গোটা ঘটনার তদন্ত নেমেছে বারাসত থানার পুলিশ। যদিও এ বিষয়ে চিকিৎসকের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও, তিনি ফোন  ধরেননি।

নির্যাতিতার মা বলেন, “আমার গ্যাস্ট্রোলজির সমস্যা। বুকে ব্যথাও হচ্ছিল। আমার মেয়েকে নিয়ে গিয়েছিলাম। মেয়েকেও দেখেন। যেভাবে সাধারণত ডাক্তাররা দেখেন, তিনি সেভাবে দেখেননি। স্টেথোস্কোপ জামার ওপর দিয়ে না দেখে, ভিতরে হাত ঢুকিয়ে, আমার মেয়ে ঘটনার আকস্মিকতায় পুরো চুপ হয়ে যায়। চেম্বার থেকে বেরিয়ে সোজা চলে যায়। আমাকে তখন কিছু বলেনি। এরপর আমি যখন ডাক্তার দেখাতে যাই, আমিও একই অভিজ্ঞতার শিকার হই। শেষমেশ হাতটা চেপে ধরি।”