
উত্তর ২৪ পরগনা: ভারত পাক অস্থির পরিস্থিতিতে নজর রাখছে সাইবার সেল। কেউ যাতে সামাজিক মাধ্য়মে এই পরিস্থিতি নিয়ে কোনও ভারত বিদ্বেষী কিংবা বিভ্রান্তিকর পোস্ট না করেন, তার জন্য প্রশাসনের তরফ থেকে সতর্কতা জারি করা হয়েছে। এই পরিস্থিতিতে প্রশাসনের নজরে পড়েছে রাজ্যের বিভিন্ন জেলার একাধিকজন। তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপও করা হয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের সমর্থনে সামাজিক মাধ্যমে পোস্ট করেন এক যুবক। নজরে আসতেই গণপিটুনির শিকার।
বারাসতের চাপাডালি মোড় সংলগ্ন মাংস বিক্রেতা রিজুয়ান কুরেশি নামে এক ব্যক্তি তাঁর সামাজিক মাধ্যমে একটি ভারতবিদ্বেষী পোস্ট করেন। এরপরেই সোমবার সকালে বারাসতের একদল যুবক তাঁর দোকানে গিয়ে দোকান বন্ধ করে দেন বলে অভিযোগ।
প্রশাসনকে খবর দেওয়ার আগেই এলাকার কয়েকজন যুবক নিজেদের হাতে আইন তুলে নেন। দোকান থেকে বের করে অভিযুক্তকে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাসত থানার পুলিশ । অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয় বারাসত থানায়। অভিযুক্ত ও তার সঙ্গীরা সকলেই পলাতক। ঘটনা তদন্তে বারাসত থানার পুলিশ। কিন্তু কারা এভাবে এসে আইন হাত তুলে নিল, সেটাও খতিয়ে দেখছে পুলিশ। তাদেরকে চিহ্নিত করার চেষ্টা চলছে।