Barasat Metro: এবার বারাসতেও চলবে মেট্রো? এল সুখবর

Barasat Metro: বারাসত থেকে কলকাতায় প্রতিদিন লক্ষ-লক্ষ মানুষ যাতায়াত করেন। কেউ অফিসের জন্য, কেউ বা স্কুল কলেজের। তাঁদেরই দীর্ঘদিনের দাবি ছিল মেট্রোর। সেই দাবিকে মান্যতা দিয়ে এরপর ২০১০-২০১১ সালে বারাসত-নোয়াপাড়া মেট্রোরেলের ঘোষণা করা হয়।

Barasat Metro: এবার বারাসতেও চলবে মেট্রো? এল সুখবর

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 14, 2025 | 1:10 PM

বারাসত: বারাসত পর্যন্ত মেট্রো হবে। সেই জল্পনা ছিল। এবার তারই জোরদার প্রস্তুতি শুরু করল মেট্রোরেল কর্তৃপক্ষ। বারাসত পৌরসভা চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় জানিয়েছেন, খুব দ্রুততার সঙ্গে এই কাজ শুরু হতে চলেছে।

কোথা থেকে মেট্রো চলার কথা?

বারাসত থেকে কলকাতায় প্রতিদিন লক্ষ-লক্ষ মানুষ যাতায়াত করেন। কেউ অফিসের জন্য, কেউ বা স্কুল কলেজের। তাঁদেরই দীর্ঘদিনের দাবি ছিল মেট্রোর। সেই দাবিকে মান্যতা দিয়ে এরপর ২০১০-২০১১ সালে বারাসত-নোয়াপাড়া মেট্রোরেলের ঘোষণা করা হয়।

তবে ঘোষণা হলেও দীর্ঘদিন ধরে মেট্রো পথ তৈরি নিয়ে জটিলতা ছিল। বিমানবন্দর থেকে মাইকেল নগর পর্যন্ত মেট্রোর কাজ অনেকটাই সম্পন্ন হলেও, মাইকেল নগর থেকে কোন পথে মেট্রো আসবে বারাসত পর্যন্ত তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়।

জটিলতা কেন ছিল?

মাইকেনগর থেকে খালের উপর দিয়ে নিউ ব্যারাকপুর-মধ্যমগ্রাম-হৃদয়পুর রেলপথ ধরে উপর দিয়ে বারাসত স্টেশনে আসার কথা ছিল। কিন্তু রেল লাইনের ধারে জায়গা তৈরি করতে না পারার কারণে অনেকের দাবি ছিল মাইকেল নগর পর্যন্ত মাটির তলা দিয়ে বারাসত পর্যন্ত মেট্রো আসুক।

এরপর গতকাল (বুধবার) চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় জানায়,বারাসতে মেট্রোরেল কর্তৃপক্ষ তাঁদের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট চেয়েছে সয়েল টেস্টের (মাটির পরীক্ষা) জন্য। তিনি এও জানান, মাইকেল নগর পর্যন্ত মেট্রোর কাজ প্রায় সম্পূর্ণ হয়েছে। জানা যাচ্ছে, একশো ফুট মাটির নিচ দিয়ে চলবে এই মেট্রো।

বারাসত পৌরসভা চেয়ারম্যান অশনি মুখোপাধ্যায় বলেন, “চার পাঁচদিন আগে ওঁরা চিঠি দেন। এখানকার পাঁচটা জায়গায় সয়েল টেস্ট করবে। ২০৩০ এর মধ্যে কাজ হয়ে যাবে। আপাতত এখন মাইকেল নগর পর্যন্ত চলবে।”