Chiranjeet Chakraborty: অ্যাম্বিশন থাকতেই পারে, আমি ঐশ্বর্যকে বিয়ে করব: চিরঞ্জিত চক্রবর্তী

Dipankar Das | Edited By: Sukla Bhattacharjee

Dec 18, 2023 | 3:02 PM

Barasat MLA: দলীয় কোন্দলের অভিযোগ অস্বীকার করেছেন চিরঞ্জিত। এপ্রসঙ্গে হাসতে-হাসতে তারকা-বিধায়কের মন্তব্য, "অন্তর্দ্বন্দ্ব কেন! অ্যাম্বিশন থাকতেই পারে।" তবে পুনরায় তাঁর ভোটে দাঁড়ানো নিয়ে এখনই কোনও অ্যাম্বিশন নেই, সেটা ২৬ -এ দেখা যাবে বলেও মন্তব্য করেন চিরঞ্জিৎ।

Chiranjeet Chakraborty: অ্যাম্বিশন থাকতেই পারে, আমি ঐশ্বর্যকে বিয়ে করব: চিরঞ্জিত চক্রবর্তী
ফাইল চিত্র
Image Credit source: @ChiranjeetMla

Follow Us

বারাসত: ‘মধু’ খুঁজতেই বারাসতে দাড়াতে চান অনেকে। রবিবার এই ভাষাতেই অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর কটাক্ষের পাল্টা জবাব দিলেন বারাসতের তারকা-বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। নারায়ণ গোস্বামী এখন অশোকনগর ছেড়ে বারাসত নিয়ে বেশি মাথা ঘামাচ্ছেন তোপ দাগেন চিরঞ্জিৎ চক্রবর্তী বলেন, “বারাসতে মধু আছে বলেই এখন থেকে উদ্যোগ নিচ্ছেন।”

‘মধু’ বলতে আদতে কী বলতে চাইছেন, সেটাও স্পষ্ট করে দেন বারাসতের তারকা বিধায়ক। বারাসতে উত্তর ২৪ পরগনা জেলা গ্রন্থ মেলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “বারাসতে অনেক ব্যবসায়ী আছে। অনেকের সঙ্গেই যোগ থাকতে পারে। এখানে অনেক মধু আছে। গতবারে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। পারেননি। হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এখানকার টিকিট দেননি। এবার ২৬ সালের জন্য এখন থেকে উদ্যোগ নিচ্ছেন।”

গত বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাকক্ষে তৃণমূলের কোর কমিটির বৈঠকে বারাসতের নেতৃত্ব নিয়ে দলের কাছে অভিযোগ করেছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী। তৃণমূল সূত্রের দাবি, নাম না করে বারাসতের বিধায়কের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন নারায়ণ গোস্বামী। তাঁর বক্তব্য ছিল, বারাসতে নেতৃত্বের অভাব রয়েছে। নাগরিকদের অভিযোগ জানানো এবং পরিষেবা দেওয়ার মতো জনপ্রতিনিধি ও নেতা সেখানে নেই। এতে নাগরিকরা ক্ষুব্ধ হচ্ছেন। নারায়ণ গোস্বামীর সেই বক্তব্যেরই এদিন পাল্টা জবাব দিলেন চিরঞ্জিত। জেলার দুই দলীয় বিধায়কের এহেন মন্তব্য, পাল্টা মন্তব্যে তৃণমূলের বিরুদ্ধে অন্তর্দ্বন্দ্বের অভিযোগও উঠেছে।

যদিও দলীয় কোন্দলের অভিযোগ অস্বীকার করেছেন চিরঞ্জিত। এপ্রসঙ্গে হাসতে-হাসতে তারকা-বিধায়কের মন্তব্য, “অন্তর্দ্বন্দ্ব কেন! অ্যাম্বিশন থাকতেই পারে।” তবে পুনরায় তাঁর ভোটে দাঁড়ানো নিয়ে এখনই কোনও অ্যাম্বিশন নেই, সেটা ২৬ -এ দেখা যাবে বলেও মন্তব্য করেন চিরঞ্জিৎ। এরপর তিনি অশোকনগরের বিধায়ককে কটাক্ষ করে বলেন, “কোন একজনের অ্যাম্বিশন থাকতেই পারে আমি ঐশ্বর্যকে বিয়ে করবো। আমার এখানে কোনও খামতি নেই।”

অন্যদিকে, চিরঞ্জিতের এই মন্তব্যের প্রেক্ষিতে পাল্টা কোনও মন্তব্য করতে নারাজ নারায়ণ গোস্বামী। তিনি জানান, এ ব্যাপারে তিনি কোনও মন্তব্য করবেন না। কোর কমিটিতে আলোচনা করবেন। তবে এই ঘটনায় বিজেপির রাজ্য কমিটির সদস্য শঙ্কর চট্টোপাধ্যায়ের পাল্টা তোপ, “তৃণমূল নিজেদের গোষ্ঠী কোন্দলে জেরবার। এর ফল লোকসভা নির্বাচনে পাবে।”

Next Article