Barasat: রাজারহাট-নিউটাউনের শপিং মল-রেস্তোরাঁর ত্রাস সেলিম, বাংলায় বসে বাংলাদেশের হয়ে মারছিল বড় দাঁও! ঘোজাডাঙায় বড় সাফল্য পুলিশের

Dipankar Das | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 09, 2025 | 1:37 PM

Barasat: মাদক পাচারের পাশাপাশি বড় বড় ডাকাতির নেতৃত্ব দিয়েছে এই সেলিম ওস্তাগার। বর্ধমান , আরামবাগ , রাজারহাট , নিউ টাউন , শান্তিপুর , গোলসি -সহ একাধিক জায়গায় সোনার দোকান, শপিং মল, ইলেকট্রনিক্সের নামকরা শোরুম , পেট্রোল পাম্প, সেলিম ওস্তাগার নেতৃত্বে ভয়াবহ ডাকাতি হয়েছে।

Barasat: রাজারহাট-নিউটাউনের শপিং মল-রেস্তোরাঁর ত্রাস সেলিম, বাংলায় বসে বাংলাদেশের হয়ে মারছিল বড় দাঁও! ঘোজাডাঙায় বড় সাফল্য পুলিশের
গ্রেফতার সেলিম ওস্তাগার
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর ২৪ পরগনা: সীমান্তে অস্থির পরিস্থিতি। অনুপ্রবেশ ইস্যুতে চলছে কড়া নজরদারি। তার মধ্যেই বড় চাঁই গ্রেফতার। পুলিশের জালে এপার বাংলার ত্রাস। তাও আবার ওপারে মাদক পাচারের অভিযোগে। সীমান্ত দিয়ে বাংলাদেশে মাদক পাচারের আগে ধরা পড়ল অন্যতম ডাকাত দলের মাথা সেলিম ওস্তাগার।

কে এই সেলিম ওস্তাগার?

পুলিশের খাতায় যার বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। মোস্ট ওয়ান্টেড। মাদক পাচারের পাশাপাশি বড় বড় ডাকাতির নেতৃত্ব দিয়েছে এই সেলিম ওস্তাগার।
বর্ধমান , আরামবাগ , রাজারহাট , নিউ টাউন , শান্তিপুর , গোলসি -সহ একাধিক জায়গায় সোনার দোকান, শপিং মল, ইলেকট্রনিক্সের নামকরা শোরুম , পেট্রোল পাম্প, সেলিম ওস্তাগার নেতৃত্বে ভয়াবহ ডাকাতি হয়েছে। যার মাস্টার মাইন্ড সেলিম ওস্তাগার। বর্ধমানে ডাকাতের সময় একটি পেট্রোল পাম্পের এক কর্মচারিকে গাড়ি চাপা দিয়ে মেরে দেওয়ার ঘটনায় শিউরে উঠেছিল গোটা বাংলা। সেই ঘটনারও  চক্রী সেলিম।

আগে একাধিক বার জেল খেটেছে বিভিন্ন থানায়। সেলিম ওস্তাগার ও তার সঙ্গীদের বহুদিন ধরেই বিভিন্ন থানার পুলিশ খুঁজছিল। বুধবার রাতে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত দিয়ে মাদক পাচারের আগে ঘোজাডাঙা রোডে তাকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ।

তার কাছ থেকে পুলিশ উদ্ধার করে পাঁচ লিটার কোডাইন মিকচার ও ৫০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। হাসনাবাদের তাল-পুকুরে বাড়ি সেলিম ওস্তাগারের। সেলিমকে গ্রেফতারি পুলিশের বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। ৮ দিনের পুলিশি হেফাজত চেয়ে তাকে বারাসাত আদালতে পাঠায় বসিরহাট থানার পুলিশ।

 

Next Article