Barasat: আর কেউ নেই, নাবালিকাকে একা দেখেই বাড়িতে ঢুকল বৃদ্ধ, ৩ দিন পর সামনে এল সবটা

Dipankar Das | Edited By: সঞ্জয় পাইকার

Mar 19, 2025 | 6:24 PM

Barasat: ঘটনাটি ঘটেছে ২০১৭ সালে। তখন নির্যাতিতার বয়স ছিল ৯ বছর। আর অভিযুক্তর বয়স ছিল ৬৪। ৮ বছর পর সাজা হল দোষীসাব্যস্ত বৃদ্ধের।

Barasat: আর কেউ নেই, নাবালিকাকে একা দেখেই বাড়িতে ঢুকল বৃদ্ধ, ৩ দিন পর সামনে এল সবটা
প্রতীকী ছবি

Follow Us

বারাসত: বাড়িতে বছর নয়েকের মেয়েকে রেখে আত্মীয়র বাড়ি গিয়েছিলেন মা। সেই সুযোগে নাবালিকাকে একটি বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ বছর চৌষট্টির এক বৃদ্ধের। নাবালিকাকে ধর্ষণের দায়ে দোষীসাব্যস্ত ওই বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ড দিল বারাসত পকসো আদালত। বুধবার সাজা ঘোষণা করেন বিচারক।

ঘটনাটি ঘটেছে ২০১৭ সালে। তখন নির্যাতিতার বয়স ছিল ৯ বছর। আর অভিযুক্তর বয়স ছিল ৬৪। পুলিশ জানিয়েছে, ওই নাবালিকার মা আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন। নাবালিকা বাড়িতে একাই ছিল। প্রতিবেশী ওই বৃদ্ধ নাবালিকাকে একা দেখে বাড়িতে আসে। তার ছাগলটি খাটালে বেঁধে দিয়ে আসার জন্য নাবালিকাকে সে তার বাড়িতে যেতে বলে। নাবালিকা তার সঙ্গে রওনা দিলে বৃদ্ধ তাকে পাশের বাগানে নিয়ে যায়। সেখানে ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ।

ঘটনার তিনদিন পর অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। তখন বাড়ির লোককে সব জানায়। এরপরই নাবালিকার পরিবার হাবড়া থানায় অভিযোগ দায়ের করে। গ্রেফতার করা হয় অভিযুক্তকে। মেডিক্যাল রিপোর্টে প্রমাণিত হয়, নাবালিকার যৌনাঙ্গে আঘাত রয়েছে। সমস্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে এদিন বারাসত পকসো আদালত দোষীসাব্যস্ত বৃদ্ধকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয়। এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানাও করা হয় দোষীসাব্যস্তর। অনাদায়ে অতিরিক্ত ৬ মাস কারাদণ্ডের নির্দেশ দেন বিচারক।

এই খবরটিও পড়ুন