
বারাসত: বারাসাতে পাখি মারার বন্দুক দিয়ে একটি কুকুরকে হত্যার অভিযোগ। আটক করা হয়েছে ২ যুবককে। ঘটনাটি ঘটেছে বারাসত ময়না আরদাবগ এলাকায়।
এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওই এলাকায় এক যুবক প্রায় পাখি বাড়ার বন্দুক দিয়ে পাখি মারতেন। এলাকাবাসীরা একাধিকবার বারণ করলেও, কোন কথাই শুনতেন না ওই যুবক। বারাসাত থানায় কয়েকবার জানানোর পরেও কোন সুরাহা হয়নি।
বৃহস্পতিবার দুপুরে স্থানীয় বাসিন্দারা একটি বিকট শব্দ শুনতে পান। তখন এলাকার মানুষ বাড়ির বাইরে বেরিয়ে গিয়ে দেখেন, একটি কুকুর রাস্তায় গুলিবিদ্ধ হয়ে পড়ে রয়েছে। এলাকার মানুষ ওই যুবককে জিজ্ঞাসাবাদ করলে চাপের মুখে ওই যুবক স্বীকার করেন, ভুল করে ওই গুলি চলে গিয়েছে। যার ফলে কুকুরটির মৃত্যু হয়েছে।
কুকুর মারাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারাসত থানার পুলিশ। এই ঘটনায় দুইজন যুবককে ইতিমধ্যেই আটক করেছে বারাসাত থানার পুলিশ এবং ওই যুবকদের কাছ থেকেও পাখি মারার বন্দুকটি বাজিয়াপ্ত করে পুলিশ। ২ যুবককে আটক করে নিয়ে আসা হয় বারাসাত থানায়।