Barasat: সাড়ে তিন লক্ষ টাকার চোরাই তার উদ্ধার, গ্রেফতার ২

Dipankar Das | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 03, 2024 | 2:46 PM

Barasat: পুলিশ সূত্রে জানা গিয়েছে,  শরিফুলের বাড়ি বাদুড়িয়া থানার দক্ষিণ শেরপুর এবং আসাদুলের বাড়ি দেগঙ্গা থানার চাঁদপুর এলাকায় বলে জানা গিয়েছে। তারাই বিপুল অঙ্কের  তার হরিণঘাটা থেকে আনছিল বলে  জানিয়েছে।

Barasat: সাড়ে তিন লক্ষ টাকার চোরাই তার উদ্ধার, গ্রেফতার ২
বহু মূল্যের চোরাই তার উদ্ধার
Image Credit source: TV9 Bangla

Follow Us

 বারাসত: ৩০০ কেজির চোরাই হাইটেনশন অ্যালুমিনিয়াম তার উদ্ধার। গোপন সূত্রে খবর পেয়ে এই বিপুল পরিমাণ তার উদ্ধার করল অশোকনগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর মেলে এই বিপুল পরিমাণ চোরাই তার নিয়ে একটি ম্যাক্স গাড়িতে করে নৈহাটি রোড ধরে দুজন যাচ্ছেন। এরপরই অশোকনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক চিন্তামনি নস্করের উদ্যোগে বিশেষ পুলিশের দল হানা দেয় বাইগাছি মোড় এলাকায়।

ওই সন্দেহজনক গাড়িটিকে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। তাতে দেখা যায় গাড়িতে রয়েছে বিপুল পরিমাণ চোরাই তার। এরপরই পুলিশ গাড়ির চালক শরিফুল ইসলামকে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার সঠিক উত্তর দিতে পারেননি। চালকের সঙ্গে থাকা আরও এক ব্যক্তি আসাদুল ইসলামকেও গ্রেফতার করে অশোকনগর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে,  শরিফুলের বাড়ি বাদুড়িয়া থানার দক্ষিণ শেরপুর এবং আসাদুলের বাড়ি দেগঙ্গা থানার চাঁদপুর এলাকায় বলে জানা গিয়েছে। তারাই বিপুল অঙ্কের  তার হরিণঘাটা থেকে আনছিল বলে  জানিয়েছে। তবে কী উদ্দেশ্যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়ে কোন ঠিক করে উত্তর দিতে পারেনি ধৃতরা।

উদ্ধার হওয়া প্রায় ৩০০ কেজির এই অ্যালুমিনিয়াম তারের আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা বলে জানা গিয়েছে। এদিন ভিতর দুই ব্যক্তিকে পুলিশ হেফাজত চেয়ে বারাসত আদালতে পাঠানো হয়। কী উদ্দেশ্যে কোথা থেকে এই তার নিয়ে এসে কার কাছে তারা বিক্রি করতেন সে বিষয়ে আরও পরবর্তীতে জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ বলেও জানা গিয়েছে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

Next Article