
বারাসত: খোঁজ মিলছিল না নির্দল প্রার্থীর। পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই নির্দল প্রার্থী কাকলি ঘোষ মনোনয়ন প্রত্যাহার করতে জেলা শাসকের অফিসে যান। সোমবার রাত থেকে খোঁজ মিলছিল না কাকলির। পরিবার হাবড়া থানায় অপহরণের অভিযোগ দায়ের করে। পুলিশ তদন্ত শুরু করলেও ইতিমধ্যে জেলা শাসকের দফতরে এসে মনোনয়ন প্রত্যাহারের দাবি জানাচ্ছেন। যদিও সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখতেই পালিয়ে যাওয়ার চেষ্টা করেন । কাকলি ঘোষ নিজে স্বীকার করছেন, তিনি স্বেচ্ছায় মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তাঁকে কেউ অপহরণ করেননি বলেও স্বীকার করেন তিনি।
উত্তর ২৪ পরগনা জেলার বারাসত কেন্দ্রের নির্দল প্রার্থী কাকলি ঘোষ ও তাঁর স্বামী সঞ্জীব ঘোষকে সোমবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবারই নির্দল প্রার্থী হিসাবে বারাসত কেন্দ্রে মনোনয়ন জমা করেছিলেন কাকলি। তারপর সোজা বাপের বাড়ি চলে যান উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ার বামিহাটি এলাকায়।
অভিযোগ ওঠে, তারপর রাতেই ১০-১৫ জন দুষ্কৃতী কাকলি ও তাঁর স্বামীকে বাইকে করে নিয়ে যায়। দুজনের মোবাইল ফোনও সুইচ অফ পাওয়া যায় তারপর থেকে। পরিবার রাতে হাবড়া থানায় অভিযোগ করে।