Barrackpore: আফজল খান-করিম মুসার হাতে ব্যারাকপুরের চেয়ারম্যানের পরিচয়পত্র! ফোন পেয়েই উত্তম দাস বললেন…

অন্য কারও পরিচয়পত্র ব্যবহার করে সিম তোলা ও সেই সিম নানা ধরনের কাজে ব্যবহার করার অভিযোগ প্রায়শই সামনে আসে। পুলিশ প্রশাসনের তরফ থেকে সতর্কও করা হয় সাধারণ মানুষকে। আর এবার সেই ঘটনারি শিকার হলেন খোদ পুর প্রধান। টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন পুরপ্রধান উত্তম দাস।

Barrackpore: আফজল খান-করিম মুসার হাতে ব্যারাকপুরের চেয়ারম্যানের পরিচয়পত্র! ফোন পেয়েই উত্তম দাস বললেন...
ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাসImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 16, 2026 | 7:56 AM

ব্যারাকপুর: হঠাৎ ফোন আসে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ থেকে। জানানো হয়, তাঁর পরিচয়পত্র দিয়ে তোলা হয়েছে সিম, আর সেই সিম কার্ড লাগানো হচ্ছে আন্তর্জাতিক অপরাধের কাজে। শুনেই পুলিশ কমিশনারের কাছে ছুটলেন ব্যারাকপুরের পুর প্রধান উত্তম দাস। তাঁর দাবি, তাঁকে ভিডিয়ো কনফারেন্সের কথা বলা হয়েছিল ক্রাইম ব্রাঞ্চের তরফে, কিন্তু তিনি রাজি হননি।

অন্য কারও পরিচয়পত্র ব্যবহার করে সিম তোলা ও সেই সিম নানা ধরনের কাজে ব্যবহার করার অভিযোগ প্রায়শই সামনে আসে। পুলিশ প্রশাসনের তরফ থেকে সতর্কও করা হয় সাধারণ মানুষকে। আর এবার সেই ঘটনারি শিকার হলেন খোদ পুর প্রধান। টিটাগড় থানায় অভিযোগ দায়ের করেছেন পুরপ্রধান উত্তম দাস।

উত্তম দাস জানিয়েছেন, তাঁকে ফোন করে জানানো হয়েছে যে সন্ত্রাসবাদী আফজল খান এবং করিম মুসা নামে আন্তর্জাতিক দুই অপরাধী তাঁর পরিচয়পত্র ব্যবহার করে সিম তুলেছেন। লালবাজার থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। সম্প্রতি তিনি কোথায় কোথায় গিয়েছেন, সে ব্যাপারেও জানতে চাওয়া হয়। উত্তম দাস জানান, মুম্বই ক্রাইম ব্রাঞ্চের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের কথা বলা হলেও তিনি রাজি হননি।

তবে এই ঘটনায় তিনি আতঙ্কিত নন। অভিযোগ কতটা সত্যি, তা খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন পুলিশকে। উত্তম দাস বলেন, “আমাদের নথিপত্র বিভিন্ন জায়গায় দেওয়া থাকে, তাই যে কোনও জায়গা থেকে নথি বেরিয়ে যেতেই পারে। আগেও অনেক রকম কেস হয়েছে। আমি আতঙ্কিত নই।”