Barrackpore Court: গ্রেফতার করতে হবে অর্জুন সিংকে, নির্দেশ দিল কোর্ট

Arjun Singh: গত ২৬ মার্চ রাতে ব্যাপক গুলি-বোমার শব্দ শোনা যায় বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে। তবে প্রাক্তন সাংসদের বক্তব্য ছিল, তিনি কিছু বোঝার আগেই তাঁর বাড়ির সামনে একাধিক দুষ্কৃতী পরপর সাত রাউন্ড গুলি চালায়।

Barrackpore Court: গ্রেফতার করতে হবে অর্জুন সিংকে, নির্দেশ দিল কোর্ট
অর্জুন সিংImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 01, 2025 | 6:34 PM

ব্যারাকপুর: কয়েকদিন আগেই গুলি চালানোর ঘটনা ঘটেছিল। এবার সেই গুলিকাণ্ডে বিজেপি নেতা অর্জুন সিংয়ের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর আদালত। জগদ্দল থানায় অভিযোগের ভিত্তিতে এই গ্রেফতারি পরোয়ানা জারি করেছে কোর্ট।

গত ২৬ মার্চ রাতে ব্যাপক গুলি-বোমার শব্দ শোনা যায় বিজেপি নেতা অর্জুন সিংয়ের বাড়ির সামনে। তবে প্রাক্তন সাংসদের বক্তব্য ছিল, তিনি কিছু বোঝার আগেই তাঁর বাড়ির সামনে একাধিক দুষ্কৃতী পরপর সাত রাউন্ড গুলি চালায়। যদিও, পরের দিন ভোরেই এই ঘটনায় জগদ্দল থানার পুলিশ অর্জুনকে তলব করে। কিন্তু দলের কাজের জন্য থানায় হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছিলেন অর্জুন। এরপর জগদ্দল থানার পুলিশ ব্যারাকপুর আদালতে যায়। এ দিন, কোর্টে মামলাটি উঠলে অর্জুনের নামে গ্রেফতারের নির্দেশ দেয়। যদিও, অর্জুনের পরিবার সূত্রে জানা গিয়েছে, কর্মসূত্রে তিনি বাইরে আছেন।

তবে টিভি ৯ বাংলা অর্জুনের সঙ্গে যোগাযোগ করলেন তিনি বলেন, “লোয়ার কোর্টে পুলিশ বলছে যে দু’জন তৃণমূলের গুলি চালিয়েছে। সিসিটিভি ফুটেজ আছে। তারপরও কীভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করল? আমি হাইকোর্টে গিয়েছি। তবে কোর্টের স্ট্রাইকের জন্য মামলা শোনা হয়নি। তবে আদালতের উপর আমার ভরসা আছেন।” অপরদিকে, তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “এটা আদালতের বিষয়। তৃণমূলের কিছু বলার নেই।”