Barrackpur: প্রবল রাগে চলে গিয়েছিলেন আইনজীবীর বাড়িতে আগুন লাগাতে, নিজেই মৃত্যুর সঙ্গে লড়ছেন

Barrackpur: বাড়িতে আগুন ধরাতে এসে নিজেই অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন খাজান সিং। আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে। তবে ওই শিক্ষিকারা আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে আরও ৫ জনের বিরুদ্ধে।

Barrackpur: প্রবল রাগে চলে গিয়েছিলেন আইনজীবীর বাড়িতে আগুন লাগাতে, নিজেই মৃত্যুর সঙ্গে লড়ছেন
আইনজীবীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 19, 2025 | 5:45 PM

উত্তর ২৪ পরগনা: মামলা ধামাচাপা দিতেই আইনজীবীর বাড়িতে আগুন অভিযুক্তদের। আর সেই আগুনেই অগ্নিদগ্ধ অভিযুক্ত। আগুন লাগানোর ঘটনায় আতঙ্কিত ডানলপের বাসিন্দারা। প্রায় ৫ ডিসেম্বর ২০২৪ তারিখে ডানলপ মোড়ের কাছে শিক্ষিকা যশবীর কাউর সুইসাইড করেছিলেন। সেই ঘটনায় দক্ষিণেশ্বর থানায় মামলা দায়ের হয়েছিল খাজান সিং-সহ আরও ৫ জনের বিরুদ্ধে। সেই প্রতিশোধ নিতেই আইনজীবী বিক্রম সিং-এর বাড়িতে আগুন লাগিয়ে, তাঁকে মারার চেষ্টা করেছিলেন অভিযুক্ত, অভিযোগ পরিবারের। এদিকে, বাড়িতে আগুন ধরাতে এসে নিজেই অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন খাজান সিং। আশঙ্কাজনক অবস্থায় তার চিকিৎসা চলছে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে। তবে ওই শিক্ষিকারা আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে আরও ৫ জনের বিরুদ্ধে।

তবে খাজান সিং এর বিরুদ্ধে এই মামলা থাকায় আইনজীবীর বাড়িতে বিক্রম সিং এর বাড়িতে আগুন লাগিয়ে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা  এবং প্রাণনাশের চেষ্টা বলে পুলিশের অনুমান।

তবে আগুন লাগাতে গিয়ে এসি মেশিন ব্লাস্ট হয়ে অগ্নিদগদ্ধ হয়ে গুরুতর জখম অভিযুক্ত খাজান সিং।  যখন খাজান সিং-এর গায়ে আগুন লাগে  তখন সে বাঁচবার জন্য তিন তলার ছাদের ট্যাঙ্কের জলে আগুন নিভিয়ে পালিয়ে যায়। তবে দক্ষিনেশ্বর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পোড়া অংশের নমুনাও সংগ্রহ করেছে পুলিশ। CCTV ফুটেজ দেখে বাকি দুই অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যদিও এ ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে পুলিশ।