বারাকপুর: ভোটের দিনই খুলেআম অর্জুন সিংকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন এক যুবক। বারাকাপুরের বনি নামে ওই যুবক প্রকাশ্যে বলেছিলেন, ‘অর্জুন সিং আমার নাম বনি, কী করবি, আমি দেখে নেব … কিচ্ছু করতে পারবি না।’ ভোট মিটতেই বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংকে ফোনে এল খুনের হুমকির অভিযোগ। তাঁকে মেসেজ করে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। যদি তিনি সম্পূর্ণ ভিন্ন নামের এক যুবক। অর্জুন সিংয়ের দাবি, নিকেতন বর্মা ওরফে ছোটু নামে এক যুবক তাঁকে খুনের হুমকি দিয়ে মেসেজ পাঠিয়েছেন। ওই যুবককে নিজেই খুঁজে বার করেছেন অর্জুন। ছোটুর বাবার নাম অনুপ বর্মা। জগদ্দল মোমিনপাড়া এলাকায় বাড়ি ছোটুর। পুলিশকে গোটা বিষয়টি জানিয়েছেন অর্জুন। ছোটু মাদক বিক্রি করে বলে অভিযোগ অর্জুন সিং-এর। ইতিমধ্যে প্রশাসনের কাছে বিষয়টি জানিয়েছেন।
অর্জুন সিংয়ের দাবি, মধ্যপ্রদেশের নম্বর থেকে এই মেসেজ করা হয়েছে। জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম জানাচ্ছেন, প্রশাসনের ওপর আশ্বাস রয়েছে। প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। যদি সমস্ত বিষয়টা প্রশাসনকে জানায়, তাহলে নিশ্চয়ই প্রশাসন পদক্ষেপ করবে।
অর্জুন সিংয়ের বক্তব্য, “তৃণমূলের লোকেরা সবই পারে। আমাকে বলে মারাটা কঠিন রয়েছে। এমনি মারতে পারবে ঠিক আছে। পুলিশের উচ্চ পদস্থ কর্তাদের সঙ্গে কথা হয়েছে। ছেলেটার ডিটেইলস পেয়েছি।” ছেলেটি কোনও রাজনৈতিক দলের কর্মী কিনা, সে বিষয়ে কিছু বলতে পারেননি অর্জুন সিং। তিনি বলেন, “পুলিশ তো কিছু করেনি। আমিই খোঁজ নিয়ে জানতে পেরেছি, মাদক বিক্রি করে। এই সব ছেলে কোনও ব্যাপার নাকি। পুলিশ কিছু করতে পারুক না পারুক, আমি ঠিক বার করে ফেলব।”