
বারাকপুর: বিরাট আন্তঃরাজ্য মিনি ট্রাক পাচারকারী চক্রের হদিশ পেল বারাকপুর পুলিশ কমিশনারেট। উদ্ধার ৭ টি মিনি ট্রাক,গ্রেফতার চার গাড়ি পাচারকারী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন থানা এলাকা থেকে সবার অলক্ষ্যে গাড়ি চোরেরা চারচাকা মিনি ট্রাক চুরি করে পালাত ঝাড়খন্ডে। সেইখানে এই ট্রাকের নম্বর প্লেট পালটে তারা বিক্রি করে দিত।
১৩ জুলাই রাতে ঘোলা থানার পুলিশ টহলরত অবস্থায় আত্তর শেখকে একটি টাটা সুমো থেকে সন্দেহের বশে ধরে ফেলে। এরপর তাকে জিজ্ঞাসাবাদের পর আরও তিন জনকে পুলিশ গ্রেফতার করে বিরাট আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের হদিশ পায়। তারপর পরপর মোট ৭ টি ছোট ট্রাক উদ্ধার করে পুলিশ।
এখনও পর্যন্ত বারাকপুর পুলিশ কমিশনারেটে ১০ টি গাড়ি চুরির অভিযোগ রয়েছে। এরমধ্যে বারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ ৭ টি গাড়ি ঝাড়খণ্ড থেকে উদ্ধার করে। বাকি গাড়িগুলির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। তবে আর কোন কোন রাজ্যে এই গাড়ি তারা চুরি করে বিক্রি করত, তার হদিস চালাচ্ছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের একটি বিশেষ টিম।