Basirhat Aadhar Card: ভাঙাচোরার দোকানে মিলল আধার কার্ড, প্রশ্নের মুখে পোস্ট অফিসের ভূমিকা

Saumav Mondal | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Sep 18, 2023 | 12:24 PM

Basirhat Aadhar Card: আধার কার্ডগুলি থেকে ফোন নম্বর বার করে ভাঙাচোরা বিক্রি করার ব্যবসায়ীরা গ্রাহকদের ডেকে এনে আধার কার্ড দেখাচ্ছেন। ফলে ক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ উপভোক্তারা।

Basirhat Aadhar Card: ভাঙাচোরার দোকানে মিলল আধার কার্ড, প্রশ্নের মুখে পোস্ট অফিসের ভূমিকা
ভাঙাচোরার দোকানে মিলল আধার কার্ড
Image Credit source: TV9 Bangla

Follow Us

বসিরহাট: পুরনো খাতা-বই, লোহা ভাঙচুরের দোকানে মিলল আধার কার্ড! পোস্ট অফিসের চরম গাফিলতির অভিযোগ। ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার দণ্ডীরহাট এলাকা। রাজ‍্য সড়ক ২এর পাশে দণ্ডীরহাট এলাকায় একটি ভাঙা-চোরা সামগ্রীর গুদামে যত্রতত্র নাম ও ঠিকানা-সহ পড়ে রয়েছে প্রচুর আধার কার্ড। ব্যবসায়ীদের কাছে পুরনো বই-খাতা, লোহা ভাঙার সঙ্গে ফেরিওয়ালারা বিক্রি করে গেছে আধার কার্ড। বসিরহাট ১নং ব্লকের বিভিন্ন ঠিকানার একাধিক আধার কার্ড পাওয়া গিয়েছে।

আধার কার্ডগুলি থেকে ফোন নম্বর বার করে ভাঙাচোরা বিক্রি করার ব্যবসায়ীরা গ্রাহকদের ডেকে এনে আধার কার্ড দেখাচ্ছেন। ফলে ক্ষোভে ফেটে পড়ছেন সাধারণ উপভোক্তারা। এইরকমই একজন উপভোক্তা সাদ্দাম হোসেন গাজি বলেন, “গত এক বছর আগে আধার কার্ড করতে পোস্ট অফিসে সঠিক নথিপত্র নিয়ে বার বার দরবার করেছি। আধার কার্ড হয়ে গেলেও তা আর পাওয়া যায়নি। শেষ পর্যন্ত পাওয়া গেল পুরনো খাতা বই ও ভাঙাচোরার দোকানে।”

এই নিয়ে রীতিমতো ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। বেশ কিছু আধার কার্ড উদ্ধার করে সোজা দণ্ডীরহাট পোস্ট অফিসে গিয়ে তাঁরা জমা দেন। পোস্ট মাস্টার দেবস্মিতা সাউ বলেন, “এগুলো কী করে বাইরে গেল বুঝতে পারছি না। গত ছ’মাস আগে নতুন পোস্টমাস্টার হিসেবে নিযুক্ত হয়েছি।” পক্ষান্তরে পোস্ট অফিসের গাফিলতির কথা স্বীকার করে নিয়েছেন তিনি।

সব মিলিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়। ব্যবসায়ী মনিরুল ঢালি ও আনারুল মোল্লারা আধার কার্ডগুলি পোস্ট অফিসে জমা দিয়েছেন। পাশাপাশি বলেছেন এর সঠিক তদন্ত হওয়া উচিত।

Next Article