Basirhat: বাড়ির গেটে ঝুলানো তরতাজা বোমা, স্বাধীনতা দিবসে চক্ষু চড়কগাছ মহিলার

Basirhat: শুক্রবার সকালে কাকলি ঘুম থেকে উঠে বাড়ির গেট খুলতে গিয়ে গেটের নীচের পাশে একটি ক্যারি ব্যাগ ঝুলতে দেখে। সে ক্যারিব্যাগ ফাঁকা করে দেখে সন্দেহ হয় । প্রতিবেশীদের ডাকেন তিনি।

Basirhat: বাড়ির গেটে ঝুলানো তরতাজা বোমা, স্বাধীনতা দিবসে চক্ষু চড়কগাছ মহিলার
প্লাস্টিকে মোড়া বোমাImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 15, 2025 | 9:24 PM

উত্তর ২৪ পরগনা:  স্বাধীনতা দিবসের দিন চক্ষু চড়কগাছ মহিলার, বাড়ির গেটে ঝুলানো তরতাজা বোমা। বসিরহাটের ১৪ নম্বর ওয়ার্ডের নবপল্লি এলাকার ঘটনা।নবপল্লীর বাসিন্দা কাকলি মণ্ডল বাড়িতে একাই থাকেন। স্বামী কর্মসূত্রে কলকাতায় থাকে।

শুক্রবার সকালে কাকলি ঘুম থেকে উঠে বাড়ির গেট খুলতে গিয়ে গেটের নীচের পাশে একটি ক্যারি ব্যাগ ঝুলতে দেখে। সে ক্যারিব্যাগ ফাঁকা করে দেখে সন্দেহ হয় । প্রতিবেশীদের ডাকেন তিনি। প্রতিবেশীরা গিয়ে দেখেন। বুঝতে পারেন, সেটা একটা বোমা। তখনই তাকে জল দিয়ে ক্যারি ব্যাগ-সহ বোমাটি গেট থেকে নামিয়ে নিরাপদ জায়গায় সরিয়ে রাখেন। এলাকার মানুষ বসিরহাট থানায় খবর দেন।

মহিলার অভিযোগ, গত কয়েকদিন ধরে কয়েকজন দুষ্কৃতী তাঁর ওপর অত্যাচার করছেন।  তাঁর বাড়িতে ঢিল মারছেন। তাঁকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছেন। এমনকি বাড়ির সামনে গিয়ে অশ্লীল কথাও বলছেন বলে অভিযোগ। মহিলার দাবি, এই সব দুষ্কৃতীদের মধ্যেই কেউ একজন রেখে গিয়েছে বোমা। যাতে গেট খুলতেই বোমাটি পড়ে ফেটে গিয়ে তাঁর ক্ষতি হয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।