Basirhat: খুনের বদলা? আবারও বসিরহাটে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে ‘গুলি’

Basirhat: ১৭ জুন বসিরহাট থানার গোটরা পঞ্চায়েতের ঘোনা এলাকায় গুলি করে কুপিয়ে খুন হয় তৃণমূল কর্মী আনোয়ার হোসেন গাজী। সেই খুনের ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছিল বসিরহাট থানার পুলিশ ।

Basirhat: খুনের বদলা? আবারও বসিরহাটে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি
বাঁ দিকে আক্রান্ত তৃণমূল কর্মীImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 11, 2025 | 4:55 PM

বসিরহাট: তৃণমূল কর্মী খুনের ঘটনাকে কেন্দ্র করে বসিরহাটে আবারও চলল গুলি। মহিদুল শেখ নামে এক তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ।
লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে বাড়ির দরজায় লাগে বলে দাবি পরিবারের। অল্পের জন্য প্রাণে বাঁচেন মহিদুল শেখ। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য। এলাকায় চলছে পুলিশি টহলদারি।

১৭ জুন বসিরহাট থানার গোটরা পঞ্চায়েতের ঘোনা এলাকায় গুলি করে কুপিয়ে খুন হয় তৃণমূল কর্মী আনোয়ার হোসেন গাজী। সেই খুনের ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করেছিল বসিরহাট থানার পুলিশ ।

রবিবার রাতে ওই এলাকাতে আবারও গুলি চলে। এবার মহিদুল শেখ এক তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগ ওঠে। কিন্তু কোনওভাবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে লাগে পাশের বাড়ির দরজায়। দরজায় ফুটো হয়ে যায়।  নিহত আনোয়ার শাহ গাজীর ভাই জাকির গাজীর বিরুদ্ধে এবার গুলিচালনার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের হয়েছে বসিরহাট থানায়।

মহিদুল শেখের অভিযোগ, ” আনোয়ারের ভাই জাকির গুলি চালিয়েছে। ওদের রাগ রয়েছে আমার ওপর। সেই কারণেই ষড়যন্ত্র করে ওরা গুলি চালিয়েছে।” অভিযুক্ত জাকির গাজীর কাকা পুরো বিষয়টা অস্বীকার করেছেন। তিনি বলেন, “জাকিরকে ফাঁসানোর জন্য এই সমস্ত কথা বলছে ওরা। ওখানে গুলি চলেছে, রাত ২টোয়। আমরা বাড়িই ঢুকেছি তিনটের সময়ে।”