Basirhat: জুয়ার পাওনা টাকা চাইতেই চলল বোমাবাজি-গুলি, আরজিকর-এ ভর্তি ১

Saumav Mondal | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 25, 2023 | 1:53 PM

Basirhat: রবিবার রাত্রিবেলা ওই এলাকায় চলছিল তাস খেলা। সেই সময় হবিবুল্লাহ গাজি নামের এক ব্যক্তি পাওনা টাকা চাইতে যান। জানা গিয়েছে, হাবিবুল্লাহ পেশায় ব্যবসায়ী। তাঁর বয়স আনুমানিক চল্লিশের কাছাকাছি। ওই ব্যক্তি গতকাল রাত্রিবেলা জুয়া খেলার পাওনা টাকা চাইতে গিয়েছিলেন।

Basirhat: জুয়ার পাওনা টাকা চাইতেই চলল বোমাবাজি-গুলি, আরজিকর-এ ভর্তি ১
আহত ব্যবসায়ী
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বসিরহাট: জুয়া খেলার ঠেকে বাকি ছিল পাওনা টাকা। সেই টাকা চাইতে গিয়েই বিপত্তি। দু’পক্ষের বচসার জেরে চলল গুলি-বোমাবাজি। ঘটনায় গুলিবিদ্ধ এক যুবক। উত্তর ২৪ পরগনার বসিরহাটের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম দণ্ডিরহাট এলাকার ঘটনা।

রবিবার রাত্রিবেলা ওই এলাকায় চলছিল তাস খেলা। সেই সময় হবিবুল্লাহ গাজি নামের এক ব্যক্তি পাওনা টাকা চাইতে যান। জানা গিয়েছে, হাবিবুল্লাহ পেশায় ব্যবসায়ী। তাঁর বয়স আনুমানিক চল্লিশের কাছাকাছি। ওই ব্যক্তি গতকাল রাত্রিবেলা জুয়া খেলার পাওনা টাকা চাইতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে আলম সর্দার নামে বছর পঁয়ত্রিশের এক যুবকও ছিলেন। টাকা চাইতেই শুরু হয় বচসা। এরপরই চলে গুলি ও বোমাবাজি। অভিযোগ, গুলিবিদ্ধ হন আলিম। তবে কে বা কারা গুলি চালিয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি।

গুলিবিদ্ধ যুবককে প্রথমে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতার আর.জি.করে স্থানান্তরিত করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, রাত্রি নামতেই ওই এলাকায় দীর্ঘদিন ধরেই জুয়ার আসর বসে। চলে তাস খেলা। বারবার বারণ সত্ত্বেও কেউ কোনও কথা শোনে না। এ দিকে, এই ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।

গুলিবিদ্ধ আলমের দিদি বলেন, “আমরা ঘরের ভিতরেই ছিলাম। আচমকা শুনি বোমার শব্দ। সঙ্গে গুলির আওয়াজও শুনতে পেয়েছি। তখন ছোট ভাই দৌড়ে দেখতে যায়। গুলি লাগে ওর। সঙ্গে-সঙ্গে আমরা হাসপাতালে যাই। অবস্থা ভাল নয় শুনে ওকে এসএসকেএম-এ ভর্তি করানো হয়।”

 

 

 

 

 

Next Article