
খড়দহ: মুহূর্তে-মুহূর্তে ক্ষেপণাস্ত্র পড়ছে। রাত-দিন কান পাতলেই শোনা যাচ্ছে বিস্ফোরণের শব্দ। এই অবস্থায় ভয়ে ইজ়রায়েলে সিঁটিয়ে রয়েছেন সেখানে আটকে থাকা খড়দহের রহড়ার দিব্য মুখোপাধ্যায়। কী করে বাড়ি ফিরবেন তিনি? আতঙ্কে দিন-কাটাচ্ছেন তাঁর পরিবার।
দিব্য থাকেন ইজ়রায়েলে। সেখানের রেহবতে কৃষিবিদ্যা নিয়ে রিসার্চ করছেন খড়দহের এই বাঙালি যুবক। গত শনিবারও ইরান আক্রমণ চালিয়েছে সেখানে। আক্রমণ হয়েছিল দেড় কিলোমিটার দূরে। সেই কথা শোনার পর এই নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে দিব্যের পরিবার। প্রতি মুহূর্তেই আতঙ্কে দিন কাটাচ্ছেন বাবা-মা। তবে ছেলে দু’বেলা ফোন করায় কিছুটা স্বস্তি পাচ্ছেন তিনি।
তবে পরিবার চায় এবার যুদ্ধ থামুক। আর যেন কারও প্রাণহানি না হয়। দিব্য পরিবারকে জানিয়েছেন, ইরান আক্রমণ করলেই তাঁদের মোবাইলে অ্যালার্ম বেজে উঠছে। আর সঙ্গে-সঙ্গে তাঁরা সুরক্ষিত জায়াগায় চলে যাচ্ছে। আবার আক্রমণ শেষ হলে ফিরে আসছেন। আজ ভিডিয়ো কলে টিভি ৯ বাংলাকে দিব্য বলেন, “ওয়ার্ক ফ্রম হোম চলছে।আর তেমন অসুবিধা নেই। দোকানপাঠ খোলা আছে। মোটামোটি ঠিক আছি। কিন্তু যা যা এখানের সরকার বলছে সেই মেনেই চলছি।” তিনি আরও বলেন, “এখন ভারতে ফেরত আসতে গেলে জর্জন হয়ে ফিরতে হবে। তবে এই মুহূর্তে আসার প্রয়োজন আছে বলে মনে করছি না।”