Bhatpara: পরীক্ষাকেন্দ্রের বাইরে গাড়ির নীচে রেখে যায় বোমা, মাধ্যমিক পরীক্ষায় বারুদের গন্ধ ভাটপাড়ায়

Ananta Chattopadhyay | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 03, 2024 | 11:30 AM

Madhyamik 2024: ভাটপাড়ায় সুন্দিয়া হাইস্কুল থেকে ১০০ দূরত্বে ৫ টি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। স্কুলের আশপাশের বাসিন্দারাই প্রথমে বোমাটি পড়ে থাকতে দেখেন। কিন্তু ওই এলাকার অদূরের স্কুলেই মাধ্যমিকের সিট পড়েছে।

Bhatpara: পরীক্ষাকেন্দ্রের বাইরে গাড়ির নীচে রেখে যায় বোমা, মাধ্যমিক পরীক্ষায় বারুদের গন্ধ ভাটপাড়ায়
ভাটপাড়ায় বোমা উদ্ধার
Image Credit source: TV9 Bangla

Follow Us

ভাটপাড়া: আজ, মাধ্যমিকের দ্বিতীয় দিন। এদিন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পরীক্ষা। এদিনও ভাটপাড়া প্রমাণ করল, ভাটপাড়া আছে ভাটপাড়াতেই। বোমা উদ্ধার, বোমাবাজি, সন্ত্রাস- এসবের কারণে ভাটপাড়া নিয়ে সর্বদাই উদ্বিগ্ন প্রশাসন। মাধ্যমিকের দ্বিতীয় দিনেও বোমা উদ্ধার হল ভাটপাড়া থেকে। তাও আবার পরীক্ষাকেন্দ্র থেকে একশো মিটার দূরেই। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পরীক্ষার্থী, অভিভাবকদের মনে। পরে বম্ব স্কোয়াড গিয়ে বোমা উদ্ধার করে। এলাকা ঘিরে রাখে পুলিশ।

জানা গিয়েছে, ভাটপাড়ায় সুন্দিয়া হাইস্কুল থেকে ১০০ দূরত্বে ৫ টি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। স্কুলের আশপাশের বাসিন্দারাই প্রথমে বোমাটি পড়ে থাকতে দেখেন। কিন্তু ওই এলাকার অদূরের স্কুলেই মাধ্যমিকের সিট পড়েছে। খবর চাউর হতেই  এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দেখা যায়, কে বা কারা  ওই এলাকায় বোমা রেখে গিয়েছে।

এলাকার বাসিন্দারা সকালে ওই এলাকায় পরিত্যক্ত ব্যাগটি পড়ে থাকতে দেখেই সন্দেহ করেছিলেন। তারপর বোমা দেখতে পেয়ে ভাটপাড়া থানার পুলিশকে খবর দেয়।এরপরে চটজলদি পুলিশ গিয়ে বোমা গুলি উদ্ধার করে নিয়ে যায়।

তবে কী কারণে ওই এলাকায়  বোমা রেখে যাওয়া হল, এর পিছনে বড় কোনও অভিসন্ধী রয়েছে কিনা, তা  খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এলাকায় আপাতত পুলিশ মোতায়েন রয়েছে।

Next Article