Bhatpara Murder: কেবল জল খাওয়া নিয়ে সমস্যা, দাদা প্রাণ কাড়লেন ভাইয়ের

Ananta Chattopadhyay | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 03, 2023 | 5:15 PM

Bhatpara Murder: শান্তিনগর এলাকাতে পাশাপাশেই থাকেন বিনোদ সাউ  ও মহেন্দ্র সাউ। দু'জনের মধ্যে আগে থেকেই পারিবারিক সমস্যা ছিল। শনিবার কল থেকে জল তোলাকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত হয়।

Bhatpara Murder: কেবল জল খাওয়া নিয়ে সমস্যা, দাদা প্রাণ কাড়লেন ভাইয়ের
বেলেঘাটায় উত্তেজনা
Image Credit source: TV9 Bangla

Follow Us

উত্তর ২৪ পরগনা:  পানীয় জল তোলা নিয়ে বুধবার সকালে দুই ভাইয়ের বচসা। আর তার জেরেই রক্তারক্তিকাণ্ড, মৃত্যু। সেই বচসা চলাকালীন দাদার লোহার রডের মারে মৃত্যু হল ভাইয়ের। ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার কাঁকিনাড়ার ২৯ নম্বর রেলগেট সংলগ্ন শান্তিনগর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহেন্দ্র সাউ। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিনগর এলাকাতে পাশাপাশেই থাকেন বিনোদ সাউ  ও মহেন্দ্র সাউ। দু’জনের মধ্যে আগে থেকেই পারিবারিক সমস্যা ছিল। শনিবার কল থেকে জল তোলাকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন,  প্রথমে দুই ভাইয়ের মধ্যে বচসা শুরু হয়। একান্ত পারিবারিক বিবাদ ভেবে তাতে বিশেষ আমল দেননি অনেকে। তার মধ্যেই বিনোদ সাউ লোহার রড দিয়ে তাঁর ছোট ভাই মহেন্দ্র সাউয়ের মাথায় সজোরে আঘাত করেন বলে অভিযোগ।

রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মহেন্দ্র। স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করেন। শনিবার রাতে হাসপাতালেই তাঁর মৃত্যু হয়। মহেন্দ্রের মৃত্যুর খবর এলাকায় পৌঁছতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন বাসিন্দারা। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে রবিবার সকালে কাঁকিনাড়া ২৯ নম্বর রেলগেট সংলগ্ন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাটপাড়া থানার পুলিশ। যদিও ঘটনা পর থেকে বেপাত্তা অভিযুক্ত বিনোদ সাউ। পুলিশ অভিযুক্তের খোঁজ চালাচ্ছে।

Next Article