Bangaon: মহিলাদের ‘গালিগালাজ’,রাজ্য পুলিশের আধিকারিকের বিরুদ্ধে নালিশ বিশ্বজিতের

Dipankar Das | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 20, 2024 | 12:06 PM

Bangaon: ঘটনাটি বনগাঁ লোকসভা কেন্দ্রের বনগাঁ ৯৫/ ২৬৩ নম্বর বুথের ঘটনা। সেখানকার তৃণমূল কর্মীদের দাবি, সকাল থেকেই শান্তিপূর্ণ ভোট চলছিল। সেই সময় হঠাৎ করেই মহিলাদের সঙ্গে নাকি অশ্লীল ব্যবহার করেন রাজ্য পুলিশের এক কর্মী।

Bangaon: মহিলাদের গালিগালাজ,রাজ্য পুলিশের আধিকারিকের বিরুদ্ধে নালিশ বিশ্বজিতের
বিশ্বজিৎ দাস, তৃণমূল প্রার্থী
Image Credit source: Tv9 Bangla

Follow Us

বনগাঁ: বনগাঁ লোকসভা কেন্দ্রের বিভিন্ন বুথে ঘুরে বেড়াচ্ছিলেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। সেই সময় তাঁকে ঘিরে ধরলেন দলেরই কর্মী সমর্থকরা। বিস্ফোরক অভিযোগ করলেন তাঁরা। জানালেন, মহিলাদের সঙ্গে অশ্লীল ব্যবহার করেছেন রাজ্য পুলিশেরই এক কর্মী। বিষয়টি শুনেই ক্ষুব্ধ হন তৃণমূল প্রার্থী।

ঘটনাটি বনগাঁ লোকসভা কেন্দ্রের বনগাঁ ৯৫/ ২৬৩ নম্বর বুথের ঘটনা। সেখানকার তৃণমূল কর্মীদের দাবি, সকাল থেকেই শান্তিপূর্ণ ভোট চলছিল। সেই সময় হঠাৎ করেই মহিলাদের সঙ্গে নাকি অশ্লীল ব্যবহার করেন রাজ্য পুলিশের এক কর্মী। তাঁদের গালিগালাজ করার অভিযোগ ওঠে ওই পুলিশের বিরুদ্ধে। বিষয়টি জানার পরই বিশ্বজিৎ দাস জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরই পুলিশ সুপারকে বিষয়টি জানান তিনি।

বিশ্বজিৎবাবু সাংবাদিকদের জানান, “সকলের বাড়িতেই মা-বোন থাকেন। আমাদের কর্মীরাই অভিযোগ করেছেন মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন তিনি। আমি অফিসারদের জানিয়ে দিয়েছি। অশোভন আচরণ করা ঠিক নয়। একজন কর্তব্যরত পুলিশ মহিলাদের গালিগালাজ করেছেন। ওনাকে আচার-আচরণ ঠিক করতে হবে।”

 

 

 

Next Article