বাংলায় বাংলাদেশি প্রবেশ করানোর অভিযোগে গ্রেফতার বিজেপি নেতা!
BJP Leader Arrested: অবৈধভাবে বাংলাদেশের মানুষকে ভারতে প্রবেশ করানোর অভিযোগে বিজেপি নেতা সহ মোট পাঁচ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।
বসিরহাট: মোটা টাকার বিনিময়ে ভারত-বাংবলাদেশ (India-Bangladesh) সীমান্ত দিয়ে অবৈধ ভাবে মানুষ পারাপার করাতেন। এমনই চাঞ্চল্যকর অভিযোগে গ্রেফতার হলেন হিঙ্গলগঞ্জের বিজেপি নেতা (BJP Leader) নিমাই রায়।
অবৈধভাবে বাংলাদেশের মানুষকে ভারতে প্রবেশ করানোর অভিযোগে বিজেপি নেতা সহ মোট পাঁচ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমার হেমনগর থানার শামসেরনগরের কমলাখালি এলাকায়।
বিজেপি নেতা নিমাই রায়ের বিরুদ্ধে অভিযোগ, এদিন ভোররাতে মোটা টাকার বিনিময়ে বাংলাদেশ থেকে নৌকা করে কালিন্দী নদী পার হয়ে এদেশের শামসেরনগরের কমলাখালিতে বাংলাদেশীদের নিয়ে ওঠেন তিনি। কাকভোরে এতো মানুষকে নিয়ে নিমাইকে একসঙ্গে দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের।
গ্রামবাসীদের কয়েকজন হেমনগর থানার পুলিশকে খবর দেন। পুলিশ আসা পর্যন্ত গ্রামবাসীরা বিজেপি নেতা-সহ বাকিদের আটকে রাখেন। এরপর পুলিশ এসে ওই পাঁচ বাংলাদেশির সঙ্গে বিজেপি নেতা নিমাই রায়কেও গ্রেফতার করে। ধৃত ৫ বাংলাদেশি সহ ওই বিজেপি নেতাকে এদিন বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ধৃত বিজেপি নেতার সঙ্গে আন্তর্জাতিক মানব পাচার চক্রের সঙ্গে যোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। আরও পড়ুন: প্রাচীন মোহর বিক্রির নামে জালিয়াতি, গ্রেফতার ৩