Suvendu Adhikari: ‘শুধরে যান না হলে পরিস্থিতি খারাপ হবে’, BLO-দের আবার হুংকার শুভেন্দুর

BJP Suvendu Adhikari: উল্লেখ্য, কাঁকিনাড়া গঙ্গা আরতী সেবা সমিতির উদ্যোগে প্রতি বছরই কাঁকিনাড়া গঙ্গার ঘাটে দেব দীপাবলীর দিন গঙ্গা আরতির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং,ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং,আইনজীবী নেতা কৌস্তব বাগচী,বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে জেলা সভাপতি তাপস ঘোষ ও অন্যান্যরা।

Suvendu Adhikari: শুধরে যান না হলে পরিস্থিতি খারাপ হবে, BLO-দের আবার হুংকার শুভেন্দুর
শুভেন্দু অধিকারী, বিধায়কImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Nov 06, 2025 | 2:22 PM

কাঁকিনাড়া: একবার নয়, একাধিকবার বিএলও-দের সতর্ক করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। যদি কেউ তৃণমূলের কথা শুনে কাজ করেন তাহলে বিহারের বিএলওদের মতো অবস্থা হবে বলেই বলেছিলেন শুভেন্দু। আর এবার সেই নিয়েই ফের একবার মুখ খুললেন তিনি।

রাজ্যজুড়ে শুরু হয়েছে এসআইআর (SIR)। তবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বাধার মুখে পড়তে হচ্ছে বিএলওদের। এমনকী, একাধিক জায়গায় বিএলএদের মারধর হুমকির ঘটনা ও সামনে আসছে। একদিকে যেমন শাসকদলের লোকজনের চমকানির মুখে পড়তে হচ্ছে, তেমনই বিরোধী দলনেতাও ছেড়ে কথা বলছেন না। ফলে দুই রাজনৈতিক দলের মুখে পড়ে কার্যত স্যান্ডউইচ অবস্থা বিএলওদের।

গতকাল কাঁকিনাড়ায় গঙ্গা আরতিতে অংশ নেন শুভেন্দু। সেখান থেকে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন,রাজ্যে বিএলও-দের উপর চাপ সৃষ্টি করছে তৃণমূলের জেহাদীরা। কেউ ভয়ে যদি আবার ওদের রাজনৈতিক অনুমতি পালন করেন তাহলে ভুল করছেন। বিহারে অনেক বিএলও-রা জেলে গিয়েছেন। শুধরে যান না হলে পরিস্থিতি খারাপ হবে। আগামীকালই রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের শীর্ষ পদাধিকারীরা। সেখানেই আমরা অভিযোগ জানাবো।”

উল্লেখ্য, কাঁকিনাড়া গঙ্গা আরতী সেবা সমিতির উদ্যোগে প্রতি বছরই কাঁকিনাড়া গঙ্গার ঘাটে দেব দীপাবলীর দিন গঙ্গা আরতির আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং,ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং,আইনজীবী নেতা কৌস্তব বাগচী,বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে জেলা সভাপতি তাপস ঘোষ ও অন্যান্যরা। সেখানেই গঙ্গার পাড়ে বসে বেশ কিছুক্ষণ আরতীতে অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা।