বিজেপি কর্মী খুনের প্রতিবাদে ফের উত্তপ্ত ভাটপাড়া, টায়ার পুড়িয়ে প্রতিবাদ
ভোটের সময় থেকেই দফায় দফায় রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়েছে ভাটপাড়া (Bhatpara), জগদ্দল, টিটাগড়-সহ বিস্তীর্ণ এলাকা। ভোটপর্ব মিটে যাওয়ার এক মাস পরও সেই ছবি অব্যাহত।
উত্তর ২৪ পরগনা: মুক্তারপুরে বিজেপি (BJP) কর্মী মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত ভাটপাড়া। দোষীদের গ্রেফতারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন দলীয় কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে বিরাট পুলিশবাহিনী পৌঁছয় ঘটনাস্থলে।
ভাটপাড়া ১ নম্বর ওয়ার্ডের মুক্তারপুর। সেখানকার বাসিন্দা ছিলেন বিজেপি কর্মী জয়প্রকাশ যাদব। অভিযোগ, গত রবিবার বোমার আঘাতে মৃত্যু হয় তাঁর। অভিযোগ ওঠে, জয়প্রকাশকে লক্ষ্য করে খুব কাছ থেকে বোমা ছোড়ে দুষ্কৃতীরা। হেঁটে এসে বোমা ছুড়ে খুন করে পালিয়ে যায় বলে অভিযোগ। বোমার স্প্লিন্টারের আঘাতে মাথা ফেটে যায় জয়প্রকাশের মায়েরও। তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় টুনটুন, লালন সিং ও চন্দন সিং নামে তিনজনের নাম জড়িয়েছে।
আরও পড়ুন: রাজ্যের বিরোধী দলনেতার পদ থেকে সরতে পারেন শুভেন্দু? রাতারাতি শাহি-তলবে জল্পনা তুঙ্গে
ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে ভাটপাড়ায়। বিজেপি সাংসদ ও ভাটপাড়ার নেতা অর্জুন সিংয়ের দাবি, তাঁদের দলের সক্রিয় কর্মীকে পরিকল্পিত ভাবে মারা হয়েছে। একেবারে রাজনৈতিক হিংসা চরিতার্থ করতেই এই খুন বলে দাবি করা হয় নিহতের পরিবারের তরফে। তৃণমূলের দিকে অভিযোগের আঙুল ওঠে। পাল্টা তৃণমূলের দাবি, রেলের জায়গা দখল নিয়ে গোলমালের জের। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্কই নেই। বিজেপি এতে রাজনীতির রং লাগিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে বলেও অভিযোগ।