Blast: খড়দহে বিস্ফোরণে উড়ে গেল বাড়ির চাল, মজুত বারুদেই বিপত্তি?

Blast in North 24 Parganas: প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বাড়িতে মজুত বারুদ থেকেই বিস্ফোরণ ঘটেছে। অভিযুক্ত দাবি করেছেন, বাড়িতে বাজি তৈরি করতেন। সেই দাবি খতিয়ে দেখা হচ্ছে। কী জন্য বাড়িতে এত বারুদ মজুত করেছেন, তাও তদন্ত করে দেখছে পুলিশ।

Blast: খড়দহে বিস্ফোরণে উড়ে গেল বাড়ির চাল, মজুত বারুদেই বিপত্তি?
কীভাবে ঘটল বিস্ফোরণ?Image Credit source: TV9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 16, 2025 | 11:40 PM

খড়দহ: দিল্লিতে গাড়িতে বিস্ফোরণের পর রাজ্যে আরও তৎপর হয়েছে পুলিশ। বিভিন্ন জায়গায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। এই পরিস্থিতিতে বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর ২৪ পরগনার খড়দহের একটি বাড়ি। রবিবার তীব্র বিস্ফোরণে বাড়ির চাল উড়ে যায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়েই পৌঁছয় রহড়া থানার পুলিশ। একজনকে আটক করা হয়েছে। বাজির মশলা থেকে বিস্ফোরণ হয়েছে বলে দাবি অভিযুক্ত অভিজিৎ সিংয়ের।

খড়দহের ঠাকুর কলোনিতে অভিজিৎ সিংয়ের বাড়িতে এদিন বিস্ফোরণ হয়। ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। তবে কেউ হতাহত হননি। ওই বাড়ির সামনে ভিড় জমে যায়। পুলিশ এসে বাড়ির ভিতর পরীক্ষা করে। দেখা যায়, বিস্ফোরণে বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। পুড়েও গিয়েছে কিছু জিনিসপত্র।

অভিযুক্ত অভিজিৎ সিং বলেন, “আমরা খেয়ে-দেয়ে শুয়েছি। হঠাৎ আওয়াজ হয়। প্রথমে ভেবেছি পাশের কারখানায় টায়ার ব্লাস্ট করেছে। তারপর দেখি ঘরে ধোঁয়া।” কী থেকে তাঁর বাড়িতে বিস্ফোরণ হল? অভিজিতের দাবি, “কালীপুজোর সময় তুবড়ি বানিয়েছিলাম। তারই মশালা ছিল।” কিন্তু, এভাবে বাড়িতে কি বারুদ মজুত করা যায়? সেই প্রশ্নের কোনও জবাব দেননি তিনি।

প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বাড়িতে মজুত বারুদ থেকেই বিস্ফোরণ ঘটেছে। অভিযুক্ত দাবি করেছেন, বাড়িতে বাজি তৈরি করতেন। সেই দাবি খতিয়ে দেখা হচ্ছে। কী জন্য বাড়িতে এত বারুদ মজুত করেছেন, তাও তদন্ত করে দেখছে পুলিশ।

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। কালীপুজোয় তুবড়ি বানানোর পর বাড়িতে কত বারুদ মজুত ছিল, সেই প্রশ্ন উঠছে। বারুদ মজুতের পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।